জেলা 

বারাসাতে ২০১৯-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে কর্মশালা

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :  বিধান শিশু উদ্যান শুধু মাত্র একটা পার্ক নয় তা এখন শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছে । এই বিধান শিশু উদ্যানকে সামনে রেখে বিশিষ্ট শিক্ষক নায়ীমূল হকের নেতৃত্বে বেশ কয়েকজন সমাজ-মনস্ক শিক্ষক মেধা অন্বেষণে ব্রতী হয়েছেন । প্রতিবার রবিবারই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন এই আদর্শ শিক্ষকরা । এঁরা শিক্ষারত্ন চান না , চান না জাতীয় শিক্ষকের সম্মান । এঁদের মূল লক্ষ্য হল সমাজের অন্দর-মহলে লুুকিয়ে থাকা মেধাকে খুঁজে বের করা ।

শিক্ষক দিবসের প্রাক মূহূর্তে কিছু শিক্ষক মিডিয়ার সামনে মুখ দেখানোর জন্য শিক্ষারত্ন পাওয়ার লক্ষ্যে নেতাদের ঘরে ঘরে ধর্না দিচ্ছেন তখন নায়ীমূল হকরা প্রত্যন্ত এলাকায় গিয়ে মেধা অবিস্কারে ব্যস্ত । অবশ্য দুঃখের বিষয় হল আমাদের সরকার বাহাদুর এদেরকে সম্মান দেওয়ার কথা চিন্তা-ভাবনার মধ্যেও আনে না কারণ এঁরা শিক্ষারত্নের জন্য শিক্ষক হননি । শিক্ষক হয়েছেন মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির লক্ষ্যে সেটাই তাঁদের কাছে বড় পাওয়া ।

Advertisement

২ সেপ্টেম্বর তথাকথিত শিক্ষকরা যখন বাড়িতে বিশ্রাম নিচ্ছেন কেউ আবার রাজনীতির স্বার্থে ঘুরে বেড়াচ্ছেন ঠিক তখনই ২০১৯-র মাধ্যমিক পরীক্ষা কেমন করে দিলে আরও ভাল নম্বর পাওয়া যাবে তা নিয়ে এই সব শিক্ষকরা বারাসাতে কর্মশালা করল। উত্তর ২৪ পরগণার বারসাতের প্রাপ্তি ইনস্টিটিউট-এর উদ্যোগে এবং বিধান শিশু উদ্যানের সার্বিক তত্ত্বাবধানে রাসবিহারী গার্লস স্কুলের মাধ্যমিক ২০১৯-এর পরীক্ষার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় ।

কর্মশালার মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় । সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক নায়ীমূল হক , রত্না সেনগুপ্ত , সাহাবুল ইসলাম গাজী , আসাদুজ্জামান মন্ডল , ড. আবুল কালাম, ধীমান ঘোষ প্রমুখ । ব্যবস্থাপনায় ছিলেন মেরাজ মন্ডল।


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 + 10 =