দেশ 

যোগী রাজ্যে আক্রান্ত বাংলার সি আই ডি আধিকারিকরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : যোগীরাজ্যে বিজেপির যুবমোর্চার নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হেনস্তা হতে হল বাংলার সিআইডির আধিকারিকদের।  অভিযোগ, ২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খুনের হুমকি দিয়েছিলেন ওই বিজেপি নেতা। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন সিআইডি কর্তারা।

আলিগড়ের বিজেপির যুবমোর্চার নেতা যোগেশ ভর্তানে। অভিযোগ, ২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে খুনের হুমকি দিয়েছিল সে। বলেছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশ করতে পারবে তাকে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এর পরই বাংলায় যোগেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বোলপুর থানায় দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্তে নামে সিআইডি। সেই সূত্র ধরেই গান্ধীপার্কে হানা দিয়েছিল সিআইডি।

Advertisement

শুক্রবার ওই বিজেপি নেতাকে ধরতে উত্তর প্রদেশের আলিগড়ের গান্ধীপার্কে ওই যুব নেতার বাড়ি যায় সিআইডির চার সদস্যের প্রতিনিধিদল। সঙ্গে ছিল স্থানীয় গান্ধীপার্ক থানার পুলিশও। সেখানেই সিআইডি প্রতিনিধি দলকে আলাদা ঘরে আটকে রেখে মারধর ও হেনস্তা করা হয় বলে অভিযোগ। পরে গান্ধীপার্ক থানার বিশাল পুলিশবাহিনী গেলে সিআইডির ওই চার প্রতিনিধিকে উদ্ধার করতে পারে পুলিশ।

এই বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “উত্তরপ্রদেশে যেভাবে বাংলার পুলিশকে হেনস্তা করা হল, তা নজিরবিহীন। এই ঘটনা প্রমাণ করে দেয় বিজেপিশাসিত রাজ্যগুলির অবস্থা কী। উত্তরপ্রদেশে তো জঙ্গলরাজ চলছে।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ