কলকাতা 

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পরেই তৃণমূলের সাধারণ সম্পাদক পদে অভিষিক্ত হলেন অর্পিতা ঘোষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কয়েকদিন আগে রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছিলেন নাট্যকর্মী অর্পিতা ঘোষ এর পরই আজ শুক্রবার তাকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

শুক্রবার দুপুরে দলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে অর্পিতার নতুন দায়িত্বের কথা ঘোষণা করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

Advertisement

বালুরঘাটের প্রাক্তন সাংসদ জানিয়েছেন,”বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর থেকেই ভাবছিলাম, দলের কাজ কীভাবে করব। আমায় যদি বাংলায় দলের কাজ করার সুযোগ দেওয়া হয়, সাংসদ পদে না থেকে সেই কাজ করতে আমি বেশি আগ্রহী। আমার লক্ষ্য স্পষ্ট। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আমি বাংলার কাজ করতে চাই।” চিঠিতে অর্পিতা স্পষ্ট লিখেছেন, “আমার মনে হয় রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বাংলায় এসে কাজ করতে পারলেই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারব।”

আসলে অর্পিতা ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। রাজ্য তৃণমূল কংগ্রেসের একমাত্র সাধারণ সম্পাদক হলেন কুনাল ঘোষ যিনি দলের মুখপাত্র বটে। কুনাল ঘোষ কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে তৃণমূল কংগ্রেসের পরিচিত। সেই ঘটনায় মমতার ঘনিষ্ঠ হওয়ার কারণেই এবার অর্পিতাকে দেয়া হলো রাজ্য সাধারণ সম্পাদকের পদ। মনে করা হচ্ছে আগামী দিনে অর্পিতা ঘোষকে দলের অন্দরে আরো বেশি গুরুত্বপূর্ণ করা হবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ