কলকাতা 

ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির উদ্যোগে ফসলের গ্যারান্টিযুক্ত ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে সাংবাদিক সম্মেলন প্রেসক্লাবে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম :গতকাল ১৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় কলকাতা প্রেস ক্লাবে অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো।যার বিষয় হলো ” ফসলের গ্যারান্টিযুক্ত ন্যূনতম সহায়ক মূল্য এর রাজ্য আইন” ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভীক সাহা (জাতীয় সম্পাদক ,অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির) , কার্তিক পাল( রাজ্য সম্পাদক , অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির), অমল হালদার (রাজ্য কনভেনার, অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির), সমীর পুটেটেনডা (অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির সদস্য ), তুষার ঘোষ(অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির সদস্য ), মিস্টার হাফিজ আলম্ সৈরানী(অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির সদস্য ), প্রদীপ সিং ঠাকুর (অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির সদস্য ), মিস্টার সুশান্ত ঝাঁ(অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির সদস্য ), মিস্টার সুভাষ নসকর (অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির সদস্য ), মিস্টার সন্তোষ পুটেটেনডা (অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির সদস্য )।

Advertisement

কৃষিজাত উৎপাদনের জন্য গ্যারান্টিযুক্ত লাভজনক ন্যূনতম সহায়ক মূল্য এর অধিকার যাতে পায় তাই, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে উক্ত সমিতির পক্ষ থেকে রাজ্যের কৃষকদের সব ফসলের জন্য এম এস পি নিশ্চয়কারী আইন প্রণয়ন যাতে করা হয় তা খসড়া বিলের মাধ্যমে আবেদন জানিয়েছেন তাঁরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ