কলকাতা 

Covid-19 : কোভিড বিধিনিষেধ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ালো নবান্ন , লোকাল ট্রেন এখনই নয়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে আবার কোভিড বিধির সময় সীমা বাড়ানো হলো । আগের মতোই সব কিছু থাকবে । এখনই লোকাল ট্রেন চলার অনুমতি দিল না রাজ্য সরকার । আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সময় সীমা বাড়ানো হয়েছে । বিধিনিষেধের কারণে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে রাত্রিকালীন কার্ফু। সব অফিস এবং কর্ম প্রতিষ্ঠানগুলিকে কোভিডবিধি মেনে চলতে বলা হয়েছে নয়া এই নির্দেশিকায়।

লোকাল ট্রেনের চলার বিষয়ে কোনও উল্লেখ করা হয়নি এই নির্দেশিকায়। তবে বিধিনিষেধের সময়সীমা বাড়ায় এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন। রাজ্যে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। নিত্যযাত্রীরা আশা করেছিলেন এ বার হয়তো লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়া হবে। কিন্তু সেই আশায় আপাতত জল ঢালল রাজ্য সরকারের নতুন এই নির্দেশিকা।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ