কলকাতা 

Teacher Transfer : বদলির ন্যায়সঙ্গত যুক্তি নেই মন্তব্য আদালতের , পাঁচ শিক্ষিকার বদলীর উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পাঁচ সদস্যাকে দক্ষিণবঙ্গ থেকে সুদূর উত্তরবঙ্গে বদলী করার সরকারের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল  কলকাতা হাইকোর্ট। ৩০ নভেম্বর পর্যন্ত বদলি করা যাবে না মামলাকারী শিক্ষিকাকে। ১৯ অগাস্ট শিক্ষিকাকে বদলির নির্দেশিকা জারি করে রাজ্য। হুগলি থেকে মালদায় বদলি করা হয়েছিল মামলাকারী শিক্ষিকাকে। সেই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর। বদলির ন্যায়সঙ্গত যুক্তি নেই, মত আদালতের।

গত ২৪ অগাস্ট, বদলি, বেতন বৈষম্য-সহ একাধিক অভিযোগে বিকাশভবনের সামনে বিক্ষোভ দেখানোর সময় আত্মহত্যার চেষ্টা করেন পাঁচজন শিক্ষিকা। তাঁদের মধ্যেই রয়েছেন হুগলির বলাগড়ের এক শিক্ষিকা। তাঁকে বলাগড় থেকে বদলি করা হয়েছে মালদার রতুয়ায়। যার প্রতিবাদে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন শিশুশিক্ষা কেন্দ্রের ওই শিক্ষিকা। সেই মামলার শুনানির পর মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, এমন বদলির কোনও নিয়ম নেই।  চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলির কোনও নির্দিষ্ট নীতি নেই। তাহলে কীসের ভিত্তিতে বদলি করল রাজ্য সরকার? কোন ক্ষমতাবলে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত? বুধবারের মধ্যে অবস্থান স্পষ্ট করতে হবে সরকারকে।

Advertisement

আজ, বুধবার শুনানিতে হাইকোর্ট প্রথমে জানতে চায় কোন নীতির ভিত্তিতে বদলি করা হচ্ছে। প্রাথমিকভাবে জবাব তলবের পর আদালতের তরফে আধ ঘণ্টা সময় দেওয়া হয় রাজ্যকে। এরপরই বদলির নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ