কলকাতা 

Bengal Bjp : পুজোর আগেই দশজন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে চলেছেন !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : দূর্গাপুজোর আগেই রাজ্যের ১০ জন বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে । একটা সময় তৃণমূল কংগ্রেস দল ভেঙে হু হু করে বিজেপিতে চলে যাওয়ার রেশ ছিল । আর বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি ভেঙে তৃণমূলে যোগ দান চলছে । এই যোগদান পর্বে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জন বিধায়ক তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে খবর পাওয়া গেছে ।

হুগলি জেলার আরামবাগ মহকুমার চারটি আসনে এবার তৃণমূল হেরেছে । এই চারজন বিধায়কের মধ্যে অন্তত দুজন খুব শীঘ্রই তৃণমূলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে । ইতিমধ্যে শাসক দলের উচ্চতর নেতৃত্বের সঙ্গে এনিয়ে বৈঠক হয়েছে । সেই বৈঠকেই ঠিক হয়েছে পুজোর আগেই বিজেপির বিধায়করা তৃণমূলে যোগ দিতে পারেন । আসলে ৩০ সেপ্টেম্বর রাজ্যের তিনটি বিধানসভা আসনে নির্বাচন হচ্ছে । ফলে এই মুহুর্তে বিজেপি বিধায়কদের কোনো নেওয়ার পরিকল্পনা নেই । তবে উপনির্বাচন হয়ে গেলেই বিজেপি দলের বেশ কয়েক জন বিধায়ক তৃণমূলে যোগ যে দেবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই ।

Advertisement

ইতিমধ্যেই বিজেপির বিধায়ক সংখ্যা কমে ৭১ হয়েছে । আরও দশজন বেরিয়ে গেলে তা কমে হবে ৬১। এরপরেও বিজেপি দলকে ভাঙার চেষ্টা চালাবে তৃণমূল কংগ্রেস । জানা যাচ্ছে , এই রাজ্য থেকে যাতে একজনকেও রাজ্যসভায় পাঠাতে না পারে বিজেপি সেই লক্ষ্যেই এই দল বদল কর্মসূচি শুরু করেছে তৃণমূল ।

এরফলে আখোরে তৃণমূলের লাভ হবে কী লো্কসান তা ভবিষ্যৎ বলবে, কিন্ত এটা সঠিক বিজেপি দলের কেন্দ্রীয় নেতাদের ভুল সিদ্ধান্তের জন্যই আজ বঙ্গ বিজেপিকে মাসুল গুণতে হচ্ছে । তাঁরা যদি মুড়ি-মুড়কির মতো তৃণমূল বা অন্য দল না ভাঙাতেন তাহলে হয়তো আজকে এই পরিস্থিতি তৈরি হতো না । রাজনৈতিক মহলের আশংকা আগামী এক বছরের মধ্যে বিজেপি বিধায়কদের সিংহভাগ অংশ তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন । ফলে বিরোধী দলনেতার পদ খোয়াতে হতে পারে শুভেন্দুকে । এই লক্ষ্যেই দলবদল প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল নেতৃত্ব ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ