কলকাতা 

Bhabanipur By-Election : ভবানীপুর বিধানসভার উপনির্বাচন সত্যিই কি হাইভোল্টেজ লড়াই, নাকি মমতার জয়কে সহজ করেছে !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : বিপুল গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য নবান্ন এ ক্ষমতাসীন হওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে হেরে গিয়েছিলেন। তিনি বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছিলেন। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের নেপথ্যে যতটা না সাধারণ মানুষের জনাদেশ রয়েছে তার চেয়ে বেশি রয়েছে তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠী কোন্দল।

তৃণমূল দল যদি নন্দীগ্রামে ঐক্যবদ্ধভাবে লড়াই করতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারতে হতো না। এই সহজ সমীকরণটা শুভেন্দু অধিকারী খুব ভাল করেই জানেন। তিনি জানেন নন্দীগ্রামের জয়ের নেপথ্য কাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের যেসব নেতার উপরে ভরসা করে জেতার স্বপ্ন দেখেছিলেন তারাই তাকে ডুবিয়েছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই।

Advertisement

আর ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ার পর বিজেপি বারবার এই সংকেত তাই পাঠাচ্ছে যে নন্দীগ্রামে যেহেতু মুখ্যমন্ত্রী হেরে গেছেন এখানেও তিনি হারতে পারেন। কিন্তু নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরের ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক পরিস্থিতির আকাশ-পাতাল তফাৎ রয়েছে। আর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলায় কোন আসনে হারানোর ক্ষমতা বিজেপির নেই বললেই চলে। এমনকি যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন সেই বিধানসভা কেন্দ্রে যদি এখন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়ান তাহলে কম করে লক্ষাধিক ভোটে বিজয়ী হয়ে আসতে পারেন। এই ক্ষমতা এই দক্ষতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই মুহূর্তে অটুট রয়েছে।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি তার সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে লড়াইয়ে নেমেছিল আর্থিক শক্তি এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাস্তায় নামিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরিয়ে এনেছে। শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষেরা ভবানীপুর বিধানসভার উপনির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন সেটা যে হাস্যকর মন্তব্য তা নিয়ে কোন সন্দেহ নেই। সুতরাং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেই আমাদের মনে হয়েছে।

তবে কত ভোটে তিনি জিতবেন ? এই প্রশ্নের উত্তর একমাত্র ভবানীপুর বিধানসভার মানুষই দিতে পারবে। তবে বাংলার জনরব মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হবেন এ নিয়ে কোন সন্দেহ নেই। শুভেন্দু অধিকারীরা তাদের দলের জামানত রাখতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত। কারণ আমার মনে হয় এই রাজ্যে যে তিনটি বিধানসভা কেন্দ্রে ভোট হতে যাচ্ছে এই তিনটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হবে তো বটেই, কিন্তু এই সব বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে থাকবে বামেরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ