কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

শিশু-কিশোরদের জন্য জমজমাট পত্রিকা ডিঙিনৌকো প্রকাশ করল পারুল প্রকাশনী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হক :   অতি সম্প্রতি কলেজ স্ট্রিটের পারুল ভবনে পারুল প্রকাশনী প্রকাশিত শিশুকিশোর বার্ষিকী ডিঙিনৌকো-র আনুষ্ঠানিক প্রকাশ করলেন পাণ্ডব গোয়েন্দা খ্যাত বিশিষ্ট শিশুসাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারুল প্রকাশনীর ডিরেক্টর রাজশেখর সাহা, ডিঙিনৌকো সম্পাদক সুনির্মল চক্রবর্তী ও প্রখ্যাত সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়, কথাসাহিত্যিক বাণীব্রত চক্রবর্তী, সাহিত্যিক রূপক চট্টরাজ ও কবি মেঘ বসু।

সঞ্চালনায় বংশীবদন চট্টোপাধ্যায় ও শুভঙ্কর ভট্টাচার্য। সংগীত, আবৃত্তি, পাঠ ও বক্তৃতা সহযোগে এক উপভোগ্য অনুষ্ঠানের সাক্ষী হন উপস্থিত দর্শকবৃন্দ।

Advertisement

কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, বিশেষ রচনা, কমিকস ও কুইজে জমজমাট এবারের ডিঙিনৌকো। ঝকঝকে রঙিন পত্রিকা হাতে তুলে নিয়ে সবাই ছোটোদের জন্য মহার্ঘ্য এ আয়োজনকে সাধুবাদ জানান।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ