দেশ 

Gujrat Bjp : গুজরাট জয়ের লক্ষ্যেই মুখ্যমন্ত্রী বদল বিজেপির, মোদী-শাহ-র পরিকল্পনা কী গুজরাটের আম- জনতাকে প্রভাবিত করতে পারবে ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : গুজরাটে ক্ষমতা ধরে রাখার লক্ষ্যেই মুখ্যমন্ত্রী বদল করল বিজেপি । মোদী -শাহ-র ঘনিষ্ঠ বলে পরিচিত বিজয় রূপানি গত শনিবার আচমকা পদত্যাগ করেন । এরপরেই নয়া মুখ্যমন্ত্রী হিসাবে সোমবার শপথ নেন গুজরাটের পাতিদার সম্প্রদায়ের নেতা ভূপেন্দ্র প্যাটেল। ভূপেন্দ্র প্যাটেল আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলের ঘনিষ্ঠ বলে পরিচিত । তবে হঠাৎ গুজরাটে কেন মুখ্যমন্ত্রী বদল করতে হলো ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যাচ্ছে, আরএসএস এক সমীক্ষায় জানতে পেরেছে বিজয় রূপানিকে মুখ্যমন্ত্রী রেখে ২০২২-এর বিধানসভা নির্বাচনে লড়াই করতে গেলে ওই রাজ্যে ক্ষমতা হারাতে হতে পারে বিজেপিকে । সেই কারণেই মুখ্যমন্ত্রী বদল । নতুন মুখ্যমন্ত্রী করা হয়েছে প্রভাবশালী সম্প্রদায় থেকে ।

ভূপেন্দ্র গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেলের (বর্তমানে উত্তরপ্রদেশের রাজ্যপাল) ভাবশিষ্য হিসেবে পরিচিত। সোমবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। বরাবর ক্ষত্রিয়-হরিজন-আদিবাসী-মুসলমান (সংক্ষেপে কেএইচএএম বা ‘খাম’) ভোটব্যাঙ্কের ভরসায় থাকা কংগ্রেস এ বার পাতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেলকে রাজ্যের কার্যকরী সভাপতি করে ওই সম্প্রদায়ের ভোট টানার চেষ্টা করছে। তাতে বাঁধ দিতে জৈন সম্প্রদায়ের রূপাণীকে সরিয়ে পাতিদার ভূপেন্দ্র পটেলকে মুখ্যমন্ত্রীর পদে নিয়ে এল বিজেপি।

Advertisement

কংগ্রেস নেতারা বলছেন, গুজরাত সরকার আগের মতোই ‘রিমোট কন্ট্রোলে’ চলবে। প্রশাসনিক অভিজ্ঞতা তেমন না থাকলেও, পাতিদার সম্প্রদায়ের মধ্যে ভূপেন্দ্রর প্রভাব তাঁর পক্ষে গিয়েছে বলে বিজেপি নেতাদের মত।

এরফলে কী ভোটে কোনো সুফল পাবে বিজেপি । প্রথমত গুজরাটে বিজেপি সরকারের জনপ্রিয়তা অনেকটাই কমেছে । বিশেষ করে করোনা মোকাবিলায় এই সরকারের ব্যর্থতা সাধারণ মানুষের কাছে আস্থা হারিয়েছে রূপানি সরকার । দ্বিতীয়ত, কৃষক আন্দোলনের ফলে গুজরাটের কৃষক সম্প্রদায় অনেকটাই ঐক্যবদ্ধ হয়েছে । এছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে সাধারণ মানুষের কাছে বিজেপি সরকার জনপ্রিয়াত হারিয়েছে । এই ফ্যাক্টরগুলো আগামী বিধানসভা নির্বাচনে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে । গতবার মুখ্যমন্ত্রী বদল করেও কোনো ক্রমে জিততে পেরেছিল বিজেপি । এবার অবস্থাটা আরও খারাপ । বিধানসভায় বিরোধী দলনেতা পরেশ ধনানীর বক্তব্য, “এ থেকে স্পষ্ট, গুজরাতে বিজেপি সরকার ব্যর্থ। এখন তা ঢাকতে মুখ্যমন্ত্রীর মুখবদল হচ্ছে। দিল্লি থেকে রিমোটে কন্ট্রোলে গাঁধীনগরে সরকার চালানো হবে।”

সব মিলিয়ে এটা বলা যেতে পারেই মুখ্যমন্ত্রী বদল করে যদি সাফল্য আসে তাহলে আজকের সিদ্ধান্ত সঠিক বলেই মনে হবে । আর যদি সাধারণ বিজেপির বিরুদ্ধে ভোট দেয় তাহলে মোদী শাহর এই সিদ্ধান্ত বুমোরাং হতে পারে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ