কলকাতা 

মোদী সরকারের বিচারে একশো দিনের কাজে সেরার শিরোপা পেল বাংলা, জলসংরক্ষণেও দেশের মধ্যে দ্বিতীয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা উন্নয়নের কোন বিকল্প হয় না

শেয়ার করুন
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : পঞ্চায়েত স্তরে কাজের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখনও দেশের অন্য রাজ্যের তুলনায় কয়েক যোজন মাইল এগিয়ে এনিয়ে কোন বির্তক নেই বরং কেন্দ্রের বিজেপি সরকার নিজেই রাজ্য সরকারের কাজের প্রশংসা করেছে এবারও তার ব্যতিক্রম হল না পরপর তিনবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একশো দিনের কাজে সেরার শিরোপা পেল। মোদী সরকারই এই সেরার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারের রিপোর্টের ভিত্তিতে একশো দিনের কাজের অধীনে বাংলার মানুষের আর্থিক সামাজিক সমৃদ্ধি বৃদ্ধির জন্য বাংলা সেরা নির্বাচিত হয়েছে। পর পর তিনবার এই স্বীকৃতি পেল বাংলা। একশো দিনের প্রকল্পকে ভালভাবে কার্যকর করার ক্ষেত্রে দেশের মধ্যে সবার প্রথম জেলার স্বীকৃতি পেয়েছে  পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান কোচবিহার জেলা। একশো দিনের কাজে সেরা হওয়ার পাশাপাশি জল সংরক্ষণেও বাংলা দ্বিতীয় স্থান লাভ করেছে। এই প্রকল্পে এবারই প্রথম সেরা দুয়ের মধ্যে থাকল বাংলা। এটাও একটা পালক বাংলার সাফল্যের মুকুটে।

আজ মুখ্যমন্ত্রী টুইট বার্তায় খবর জানিয়ে লিখেছেন,”এটা জানাতে পেরে আমি খুব খুশি যে, কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী ১০০ দিনের কাজ প্রকল্পে দেশের মধ্যে এক নম্বর হয়েছে পশ্চিমবঙ্গ।তিনি আরও লেখেন, এনিয়ে তৃতীয়বার পশ্চিমবঙ্গ এই সম্মান পেল। ১০০ দিনের কাজ প্রকল্পে রাজ্যে শীর্ষে রয়েছে পূর্ব বর্ধমান কোচবিহার জেলা।

Advertisement

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জল সংরক্ষণের ক্ষেত্রেও দেশে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। জল সংরক্ষণে এবার প্রথম এই সম্মান পেল পশ্চিমবঙ্গ। ১০০ দিনের কাজ প্রকল্পে রাজ্যে নকশালবাড়ি ব্লকের আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত সেরা নির্বাচিত হয়েছে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই সাফল্য এসেছে আমাদের আরও ভালো করে কাজ করতে হবে সব কটি প্রকল্পতেই সেরা হতে হবে এই লক্ষেই আমাদেরকে এগিয়ে যেতে হবে প্রমান করতে হবে উন্নয়নের কোন বিকল্প হয় না।

 

 

 

 


শেয়ার করুন
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × two =