দেশ 

তপশিলীজাতি / উপজাতিদের সংরক্ষণ নিয়ে কী রায় দিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ?

শেয়ার করুন
  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : দেশের সংরক্ষণ ব্যবস্থায় এবার আমূল পরিবর্তন আসতে চলেছে । আজ সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়ে বলেছে,
তপশিলী জাতি বা উপজাতিভূক্ত কোন ব্যক্তি সরকারি চাকুরির সংরক্ষনের ক্ষেত্রে, যে রাজ্যে নথীভূক্ত নয়, সেখানে সংরক্ষণের সুবিধা দাবী করতে পারবে না ।  বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সর্ব্বসম্মতভাবে জানিয়েছেন, কোন এক রাজ্যে তপশিলী জাতি ও উপজাতি ভূক্ত ব্যক্তি চাকুরি বা শিক্ষার জন্য অন্য রাজ্যে এস সি/এস টি বলে গণ্য হবে না।।
বিচারপতি এন ভি রামানা, আর ভানুমতী এবং এম শান্তনা গৌরা এবং বিচারপতি এস এ নাজিরের বেঞ্চ এই রায় দিয়েছেন। তবে বিচারপতি ভানুমতী জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির তপশিলী জাতি বা উপজাতিদের  সংরক্ষণের ক্ষেত্রে কেন্দ্রীয় সংরক্ষন নীতির প্রয়োগের বিষয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সঙ্গে অবশ্য দ্বিমত পোষন করেন। চার- এক সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় বেঞ্চ বলেছে, দিল্লির ক্ষেত্রে,তপশিলী জাতি বা উপজাতিদের বিষয়ক কেন্দ্রীয় সংরক্ষন নীতি প্রযোজ্য হবে।

শেয়ার করুন
  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

One Thought to “তপশিলীজাতি / উপজাতিদের সংরক্ষণ নিয়ে কী রায় দিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ?”

  1. Uday Sankar Sardar

    Sentence To Death is the only one medicine for prevention of Corruption. We are suffering from cancers of corruption by corrupt politicIan sincsinc 1947.
    (CURE IS BETTER THEN PREVENTION)

Leave a Comment

4 + 7 =