আন্তর্জাতিক 

চতূর্থ বিমস্টেক শিখর সম্মেলনে যোগ দিতে নেপালের কাঠমান্ডূতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,আজ বৈঠক করবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিমস্টেকের অন্য নেতারা আজ দুপুরে যৌথভাবে কাঠমান্ডূতে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বঙ্গোপসাগরীয় বহুপাক্ষিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগীতা সংগঠন বিমস্টেকের নেতারা রাষ্ট্রপতি ভান্ডারির দেওয়া মধ্যাহ্নভোজেও যোগ দেন।
চতূর্থ বিমস্টেক শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে কাঠমান্ডূ গিয়ে পৌঁছন। নেপালের উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ইশ্বর পোখারেল শ্রী মোদীকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দরেই তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। আজ সন্ধায় বিমস্টেকের উদ্বোধনী অধিবেশনে শ্রী মোদী ভাষন দেবেন।
শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। আজ তিনি  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিমস্টেক নেতৃবৃন্দের সম্মানে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রী মোদী যোগ দেবেন।

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × one =