জেলা 

‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’ সচেতনতা অনুষ্ঠানে হেলমেট প্রদান বাসন্তিতে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি, বাসন্তিঃ ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’ সচেতনতা অনুষ্ঠানে এবার বিনা হেলমেটে বাইক আরোহীদের হেলমেট প্রদান করল বাসন্তি ট্রাফিক গার্ড।

সেইসাথে এদিন, সোনাখালি মোড়ে গণ-সচেতনতা মূলক পথনাটিকা, সোনাখালি জুনিয়র হাই স্কুল ও মাদ্রাসা কানজুল উলুম-এর প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রা, গাড়িতে গাড়িতে ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’ পোস্টার লাগানো, বৃক্ষরোপন কর্মসূচী পালন করে বাসন্তী থানা ও ট্রাফিক পুলিশের আধিকারিকেরা।

Advertisement

বাসন্তি ট্রাফিক গার্ডের ওসি, শেখ আসলাহ উদ্দিন মোহম্মদ এদিন জানান, ‘রাজ্য সরকার প্রতিটি বাইক আরোহীকে নিরাপদে দেখতে চাই। শুধুমাত্র আইনের হাত থেকে বাঁচা নয়, নিজের জীবনহানি রুখতে একজন বাইক আরোহীর হেলমেট পড়া যে কতটা জরুরী, সে বার্তাই তুলে ধরেছে আজকের ‘সেভ ড্রাইভ-সেভ লাইফ’ অনুষ্ঠান।’

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও-ক্যানিং দেবি দয়াল কুন্ডু, বারুইপুর জেলা পুলিশের ট্রাফিক ইনস্পেক্টর অতনু ব্যানারজি, বাসন্তি থানার ওসি সত্যব্রত ভট্টাচার্য, বাসন্তি পঞ্চায়েত সমিতির সদস্য জালাল মোল্লা, রামচন্দ্রখালি পঞ্চায়েত সদস্য ও তৃণমূল অঞ্চল সভাপতি হায়দার গাজী প্রমুখ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 − 7 =