কলকাতা 

“যাদের নিজেদের প্রতি বিশ্বাস নেই তারাই খুন,জখমের রাজনীতি করে “ : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আমডাঙা পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে খুনোখুনির ঘটনার প্রেক্ষিতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি এই অশান্তির জন্য বিরোধীরা দায়ী বলে মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর ২৪ পরগনার আমডাঙা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বোর্ড গঠন নিয়ে যে অশান্তি চলছে তা পরিকল্পিত। আজ নবান্ন ছাড়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “যাদের নিজেদের প্রতি বিশ্বাস নেই তারাই খুন,জখমের রাজনীতি করে। অনেকে খুন হয়েছে। এই খুন সন্ত্রাসে রাজনীতির একটা নতুন মডেল হয়ে উঠছে। বিরোধীরা বাইরে থেকে লোক এনে অশান্তি সৃষ্টি করছে। এই রাজনীতি প্রতিরোধ করতে গিয়ে বহু তৃণমূল কংগ্রেসের কর্মীর প্রাণ যাচ্ছে।”

পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আমডাঙা থানার তাড়াবেড়িয়া। চলে বোমাবাজি, গুলি। মৃত্যু হয়েছে কুদ্দুস গনি ও নাসির হালদার নামে দুই তৃণমূলকর্মীর। মোজাফ্ফর পিঁয়াদা নামে বাম কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’পক্ষের ২৮। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বারাসত স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয়।

Advertisement

ঘটনায় আমডাঙা থানার আইসি-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তৃণমূল। ওই আইসিকে  বদলী করা হয়েছে, নতুন আইসি  হিসেব দায়িত্ব দেওয়া হয়েছে তুষার বিশ্বাসকে। সকাল থেকে পুলিশ, র‌্যাফ ও কমব্যাট ফোর্স দিয়ে মুড়ে ফেলা হয়েছে এলাকা। স্থলপথের পাশাপাশি জলপথেও চলছে পুলিশি টহল। নতুন করে যাতে আর অশান্তি না ছড়ায় তার জন্য প্রস্তুত প্রশাসন। পাশাপাশি অনির্দিষ্টিকালের জন্য স্থগিত তাড়াবেরিয়া, বোদাই, মরিচায় বোর্ড গঠন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × one =