কলকাতা 

কলকাতার রাজপথে থালা বাজিয়ে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক নিয়োগ করার দাবিতে এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চের ডাকে মিছিল করল হবু শিক্ষকরা

শেয়ার করুন
  • 86
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : কলকাতার রাজপথে নজীর বিহীনভাবে থালা বাজিয়ে মিছিল করল স্কুল সার্ভিস কমিশনের উচ্চ-প্রাথমিক থেকে একাদশ-দ্বাদশ পর্যন্ত নির্বাচিত হবু শিক্ষকরা । এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চ থেকে বুধবার স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের দাবি এবং রাজ্যের সব স্কুলগুলিতে যত শূন্যপদ আছে তা অবিলম্বে পূরণ করতে হবে এবং সেই সঙ্গে দ্রূত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়। এদিন সকাল থেকেই শিয়ালদহ স্টেশন চত্বরে আন্দোলনকারী হবু শিক্ষকরা জমায়েত করেন । সেখান থেকে মিছিল করে নবান্ন দিকে যাত্র্রা শুরু করে, কিন্ত গান্ধী মূর্ত্তির পাদদেশে পুলিশ তাদেরকে আটকে দেয়। সেখানে তাঁরা সভা করেন । তাঁদের দাবির সপক্ষে বক্তব্য রাখেন।

উপস্থিত হবু শিক্ষকরা মিছিলে শ্লোগান দেন অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষক নিয়ে কেন টালবাহানা চলছে তার জবাব শিক্ষামন্ত্রীকে দিতে হবে । আবার শ্লোগানে বলা হয়, শিক্ষা মন্ত্রী হায় হায়! এই মিছিলে দাবি করা হয় স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত ওয়েটিং লিস্টে থাকা সমস্ত প্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে হবে।

Advertisement

স্বাভাবিকভাবে মিছিলকারী হবু শিক্ষকরা রাষ্ট্রবিঞ্জানের ওয়েটিং লিষ্টে হঠাৎ করে অঙ্কিতা অধিকারীর নাম কেন এসেছে তা নিয়ে তারা প্রশ্ন তোলেন।মূলত প্যানেল নিয়ে এই জালিয়াতির প্রতিবাদে আজকের প্রতিবাদ মিছিল। এ ছাড়াও তাদের দাবি, ওয়েটিং লিস্টে ক্লাস নবম থেকে দ্বাদশ এর সব প্রার্থীদের চাকরি নিশ্চিত করতে হবে এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চের আরও দাবি রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক নিয়োগ করতে হবে । বুধবার মিছিলে হবু শিক্ষকদের উপস্থিতি খুবই ভাল ছিল । তাঁরা থালা বাজিয়ে গান করে সাধারণ মানুষের দৃষ্টি আর্কষণ করার চেষ্টা করেন । আজকের মিছিলে এই অভিনবত্ব হল কলকাতা শহরের নাগরিক সমাজও তাদের প্রতি সমবেদনা ব্যক্ত করেছে । মিছিলের জন্য আটকে থাকা বাসে কয়েক জন ব্যক্তিকে বলতে শোনা যায় পাঁচ বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে যে ছেলেখেলা হচ্ছে তার একটাই পথ রাস্তায় নেমে প্রতিবাদ-আন্দোলন করা। ওরা সঠিক কাজই করছে, এছাড়া ওই উচ্চ-শিক্ষিত বেকারদের আর কিছু করার নেই।

নাগরিক সমাজের এই প্রতিক্রিয়া থেকে স্পষ্ট যে, এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে যা করছে তা মানুষ মেনে নিতে পারছে না। রাজ্য সরকারের উচিত অবিলম্বে এই বিষয়টিতে হস্তক্ষেপ করা।

 

** দুটি ছবিই এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চের ফেসবুক থেকে নেওয়া হয়েছে।

 

 


শেয়ার করুন
  • 86
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × three =