দেশ 

আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আগামী ২৫শে সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে চালু হবে

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের দিন লালকেল্লার ভাষণে দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বাস্থ্য বীমা চালু করা । যার পোশাকী নাম আয়ুস্মান ভারত -প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই প্রকল্পটি দেশজুড়ে বাস্তবায়িত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। দেশের ১১ কোটি মানুষকে প্রাথমিকভাবে এই প্রকল্পের আওতায় আনা হবে ।

প্রধানমন্ত্রীর ঘোষিত বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প,আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আগামী ২৫শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি নাড্ডা নতুন দিল্লীতে সোমবার সাংবাদিকদের জানিয়েছেন,  এই  যোজনা বাস্তবায়নে উনত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যেই কেন্দ্র সরকারের সঙ্গে সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। এই প্রকল্পের সুবিধে পেতে হলে কোন নথিভুক্তিকরণের দরকার নেই। আর্থ সামাজিকভাবে পিছিয়ে পড়া দেশের প্রায় ১১ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধে পাবেন এবং এর জন্য পরিবারের সদস্য সংখ্যা বা বয়স কোনটিই বিবেচ্য হবে না বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

Advertisement

তিনি জানান প্রতি পরিবার ৫লক্ষ টাকা করে চিকিৎসার সুযোগ পাবেন। সমস্ত সরকারি হাসপাতাল সহ তালিকাভুক্ত হাসপাতালগুলোতে এই বীমার সুফল পাবে। এটি দেশের সর্বত্র কার্যকরী হবে। ১৩শোর বেশি পরিষেবার মূল্য ইতিমধ্যেই নির্দিষ্ট করা হয়েছে।


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − fifteen =