জেলা 

উত্তর দিনাজপুরের চোপড়ায় পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়ায় পঞ্চায়েত বোর্ড গঠন ও প্রধান নির্বাচনকে ঘিরে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে বোমা-গুলির লড়াইয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
বিশাল পুলিশবাহিনী, ব়্যাফ ও কমব্যাট ফোর্স নামিয়ে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে, শূন্যে গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। কয়েকটি লরিতে আগুন ধরাবারও খবর পাওয়া গেছে।
এদিকে, এক তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার ঘটনায় এই জেলারই রায়গঞ্জের ভাটোল গ্রামে বাবা ও ছেলে গুরুতর জখম হয়েছেন। রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তারা চিকিৎসাধীন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনপর্ব গতকাল নির্বিঘ্নেই সম্পন্ন হয়। রাতে তৃণমূল কংগ্রেস কর্মী নূর ইসলাম, ছেলে আফজল হোসেনকে নিয়ে বাজার থেকে ফেরার পথে বাড়ির অদূরে আচমকা দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

6 + ten =