জেলা 

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত পুরুলিয়ায় গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন, জেলা প্রশাসন আপাতত স্থগিত করল

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজনৈতিক হিংসায় উত্তপ্ত পুরুলিয়ায় ১৪ টি ব্লকের ৩৩ টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন, জেলা প্রশাসন আপাতত স্থগিত রেখেছে। জেলাশাসক অলকেশ প্রসাদ রায় জানিয়েছেন, খুব শীঘ্রই এই কাজ আবার শুরু হবে।
এদিকে, গতকাল গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যুর পর জয়পুরের ঘাঘরায় পরিস্থিতি এখনও থমথমে। গতকাল বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বাধলে তাদের লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি বৃষ্টি করা হয় বলে বিজেপির অভিযোগ। দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর দাবি, পুলিশের গুলিতেই নিরঞ্জন গোপ এবং দামোদর মণ্ডল নামে দলীয় দুই কর্মী নিহত হয়েছেন। যদিও পুলিশ সুপার আকাশ ঝাঝারিয়া জানিয়েছেন, গোলমাল থামাতে পুলিশ শূন্যে কয়েক রাউণ্ড গুলি ছোঁড়ে। ময়নাতদন্তের রিপোর্ট পাবার পরই, কীভাবে ঐ দুজনের মৃত্যু হলো তা স্পষ্ট হবে।
গতকাল বোর্ড গঠন নিয়ে সংঘর্ষে জেলার রঘুনাথপুর এবং সাতুড়িতেও বোমাবাজি হয়। সাতুড়িতে গুরুতর জখম হন এক পুলিশকর্মী।
পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে উত্তেজনা থাকায় পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঐ ব্লকের আটটি পঞ্চায়েতে আজ বোর্ড গঠন হবার কথা। প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির পাশাপাশি বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 4 =