কলকাতা 

সিদ্ধার্থশংকর রায় আমার বক্তব্য শুনে দাঁড়িয়ে পড়েছিলেন, প্রিয়দা বলেছিলেন খুব ভাল কাজ করছিস চালিয়ে যা, টিএমসিপি-র সভায় স্মৃতিচারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

শেয়ার করুন
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নিজের রাজনৈতিক জীবনের কথা শুনিয়ে উপস্থিত তরুন প্রজন্ম উৎসাহিত করে গেলেন। তখন তিনি একজন ছাত্র পরিষদের কর্মী হিসেবে বিভিন্ন কলেজে ও কংগ্রেসের বিভিন্ন বক্তব্য দিতে যেতেন ।

মমতা এদিন সেই প্রসঙ্গ তুলে বলেন, একদিন জগুবাজারে এক সভায় বক্তব্য রাখছিলাম। তখন পাশ দিয়ে যাচ্ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়। আমার বক্তব্য শুনে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। তারপরই কাছে এসে বলেছিলেন, তোমার নাম শুনেছি, তুমি তো খুব দুষ্টুমি কর কলেজে। তোমার বক্তৃতা শুনে দাঁড়িয়ে পড়লাম। খুব ভালো বলেছো।

Advertisement

তারপরই সেই সিদ্ধার্থশঙ্কর রায়ই আমার মানুদা হয়ে গেলেন। তিনি স্মৃতি চারনা করে আরও বলেন,প্রিয়রঞ্জন দাশমুন্সি তখন কংগ্রেসেরবড় নেতা। প্রিয়দা কলকাতায় এসেছেন। আমরা তখন ছাত্র রাজনীতি করি। পার্থদা আমার সিনিয়র নেতা। তিনি কংগ্রেস নেতা-কর্মীদের জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের এখানে মমতা বলে কে আছো ? আমি উঠে দাঁড়িয়েছিলাম। প্রিয়দা বলেছিলেন, খুব ভালো কাজ করছিস, চালিয়ে যা। এর থেকে পরম পাওয়া আর কী আছে!

এই কথাগুলি উদাহরন হিসেবে তুলে রাজ্যের ছাত্র-যুবদের প্রতি বার্তায় মমতা বলেন, ভালো কাজ করলে তার ফল আপনি পাবেনই। মনে রাখবেন উন্নততর চরিত্র তৈরি করাই আসল।

 


শেয়ার করুন
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 + 13 =