কলকাতা 

বিজেপির বন্ধুরা শুনে রাখুন বাংলায় ঠাকুমার বার্থ সার্টিফিকেট চাওয়ার আগে নিজের জন্মের সার্টিফিকেট দেখাতে হবে : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : অসমের নাগরিক পঞ্জীকরণে ৪৪ লক্ষ নাম বাদ পড়ার ঘটনায় ফের বিজেপিকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন চরম হুঁশিয়ারিও। এনআরসি নিয়ে বিজেপি ও নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করে তিনি বলেন, দেশ থেকে ভারতীয়দের তাড়ালে ছেড়ে কথা বলবে না তৃণমূল, ছেড়ে কথা বলবে না বাংলা।তিনি বলেন, অসমের পর বাংলাতেও এনআরসি চালু করার দাবি করেছে বিজেপি । এর বিরুদ্ধে এবার কঠোর ভাষায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

তিনি মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মোয়ো রোডে গান্ধী মূর্ত্তি পাদদেশে আয়োজিত এক সভায়  বিজেপিকে সাবধান করে দিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, বাংলায় এনআরসি চালু করা এত সহজ নয়। কারণ এখানে বাঘের বাচ্চারা রয়েছেন। সাহস থাকলে বাংলায় এনআরসি করে দেখাক বিজেপি।

Advertisement

ছাত্র সমাবেশ থেকে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম হুঁশিয়ারি, সবার জন্মের সার্টিফিকেট চাইছে, ঠাকুমার বার্থ সার্টিফিকেট, তাঁর ঠাকুমার বার্থ সার্টিফিকেটও চাওয়া হচ্ছে। কিন্তু বিজেপির বন্ধুরা শুনে রাখুন বাংলায় ঠাকুমার বার্থ সার্টিফিকেট চাওয়ার আগে নিজের জন্মের সার্টিফিকেট দেখাতে হবে।

সম্প্রতি বিভিন্ন সভা সমাবেশে পশ্চিমবঙ্গে অসমের মতো জাতীয় নাগরিক পঞ্জি তৈরি করার দাবি তুলেছে বিজেপি-র রাজ্য নেতারা। তাদের এই দাবির বিপক্ষে রাজ্যের সব দল বিরোধিতা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি কড়া ভাষায় এনআরসি ইস্যুতে আক্রমন করলেন

 


শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × four =