Featured Video Play Iconঅন্যান্য কলকাতা 

বাংলার জনরবের লাইভ অনুষ্ঠানে সোনারপুরের বেনিয়া বউ গ্রামের সুরাপ হোসেনের উপর অত্যাচারকারী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে সরব মানবাধিকার কর্মীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : গত ৬ই আগস্ট দক্ষিণ ২৪ পরগনা  সোনারপুর থানার বেনিয়া বউ গ্রামের সন্তান প্রখ্যাত ফুটবলার সুরাপ হোসেন এর উপর অত্যাচার করা পুলিশকর্মীদের শাস্তির দাবিতে সরব হলেন মানবাধিকার কর্মীরা।

গতকাল শনিবার সন্ধ্যায় বাংলার জনরব নিউজ পোর্টালের অধীন ইউটিউব চ্যানেলের লাইভ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ ২৪ পরগনার এপিডিআর এর জেলা সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, এস ডি পি আই এর রাজ্য সভাপতি তাইদুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক চেয়ারম্যান রাজ্য সংখ্যালঘু কমিশনের ইন্তাজ আলী শাহ এবং সুরাপ আলী পরিবারের আইনজীবী আনিসুর রহমান সকলেই পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে সরব হন।

Advertisement

লাইভ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই এই মর্মান্তিক ঘটনার বিবরণ দিতে গিয়ে বেশ খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য। প্রবীণ এই মানবিক মানুষটি সুরাপ হোসেন পরিবারের উপর অত্যাচারের কাহিনী বলতে গিয়ে প্রায় কেঁদে ফেলেন। তিনি দুঃখের সঙ্গে বলেন, এতদিন ধরে আমরা এই অঞ্চলে রয়েছি এরকম মর্মান্তিক নৃশংস  পুলিশের অত্যাচার দেখিনি। তিনি বলেন, এই ধরনের ঘটনার তদন্ত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে করা উচিত এবং দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

তিনি আরো বলেন, রাজ্য প্রশাসনের উপরে আমরা আশা রাখছি তারা যদি এর সুবিচার না করে তাহলে গণ আন্দোলনের পথে আমাদেরকে নামতে হবে। এদিন সুরাপ হোসেন এর আইনজীবী আনিসুর রহমান সেদিনকার ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে বলেন যা হয়েছে তা কোন পুলিশ করতে পারে বলে আমাদের বিশ্বাস হয় না, কিন্তু বাস্তবে সেটা হয়েছে। আনিসুর রহমান পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনার বিবরণ দেয় যা শুনে শ্রোতা দর্শকরাও চমকে উঠে।

এস ডি পি আই এর রাজ্য সভাপতি তথা বিশিষ্ট মানবাধিকার কর্মী তাইদুল ইসলাম বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে হস্তক্ষেপ করে তার প্রশাসনের মধ্যে যে ঘটনা চলছে তা বন্ধ করতে হবে। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে আমল না দেয় তাহলে মনে রাখতে হবে এর পেছনে বড় মাথা কাজ করছে। তিনি বলেন এই ঘটনার তদন্ত না হলে দোষীরা শাস্তি না পেলে গণ আন্দোলনের পথে যাব সব মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনের নামব।

অবসরপ্রাপ্ত বিচারপতি ও রাজ্য সংখ্যা লঘু কমিশনের সাবেক চেয়ারম্যান ইন্তাজ আলী শাহ বলেন, সোনারপুরে যা ঘটেছে তা অবশ্যই নিন্দনীয়। দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে সরকারকে। কারণ পুলিশের হাতে পুলিশ নির্যাতনের শিকার হয় এই ঘটনা খুব বেশি একটা ঘটে না।

এদিনের অনুষ্ঠানের সঞ্চালক ইবাদুল ইসলাম বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার জন্য প্রশাসনের একটা অংশ থেকে চেষ্টা চালানো হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই ধরনের অপরাধমূলক কাজ যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। মনে রাখতে হবে ২০২১ এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই সাধারণ মানুষ দুই হাত উপুড় করে ভোট দিয়েছে।।   তাই জনগণের বিশ্বাসযোগ্যতা রক্ষা করার দায়িত্ব মমতাকেই নিতে হবে।

প্রায় এক ঘণ্টা ১১ মিনিট ধরে চলা এই লাইভ অনুষ্ঠানের পুরো ভিডিওটি এই খবরের সঙ্গে আপলোড করা হলো আগ্রহীরা তা দেখবেন এবং ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ