কলকাতা 

দেগঙ্গায় বিধায়ক হেনস্থায় ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী : পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে অশান্তি রুখতে প্রশাসনকে কড়া পদক্ষেপ করতে নির্দেশ

শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে রাজ্যজুড়ে যে অশান্তি চলছে তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিশেষ সূত্রে জানা গেছে , সোমবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী এনিয়ে নিজের অসন্তোষ ব্যক্ত করেছেন । সেই সঙ্গে তিনি অশান্তির বিষয়ে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

বোর্ড গঠন নিয়ে সো্মবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এমনকি বিধায়ক রহিমা মন্ডলও তৃণমূল কর্মীদের হাতে হেনস্থা হন বলে খবর পা্ওয়া গেছে । মুখ্যমন্ত্রী দেগঙ্গার ঘটনায় ক্ষুদ্ধ হয়েছেন বলে সূত্রের খবর।

Advertisement

তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তিরস্কার করেছেন বলে জানা গেছে ।  কেন সংঘর্ষ তা জানতে চান তিনি। ভবিষ্যতে যাতে এমনটা আর না হয় সেবিষয়েও সতর্ক করে দেন তিনি। মুখ্যমন্ত্রীর তরফে আরও কয়েকজন মন্ত্রীকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এদিন মুখ্যমন্ত্রী পুলিশ কর্তাদের এমনও নির্দেশ দিয়েছেন যে, পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে যে অশান্তি হচ্ছে তার পেছনে শাসক দল কিংবা বিরোধী দলের যত বড়ই নেতা হোক না কেন যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে ।

 

 

 

 

 


শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − five =