দেশ 

“লোকসভায় তিন তালাক বিল পাস হয়েছে, রাজ্যসভায় তা পাস হয়নি। কিন্তু, আমি দেশের মুসলিম মহিলাদের আশ্বস্ত করছি যে তাঁরা বিচার পাবেন।” মন কী বাতে বার্তা মোদীর

শেয়ার করুন
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : রাখি বন্ধন উৎসবের দিন দেশবাসীর সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কী বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের মুসলিম মেয়েদের প্রতি সহানুভুতি ব্যক্ত করলেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪৭ তম মন কী বাতে তিন তালাক প্রসঙ্গ তুলে বলেন,”লোকসভায় তিন তালাক বিল পাস হয়েছে। রাজ্যসভায় তা পাস হয়নি। কিন্তু, আমি দেশের মুসলিম মহিলাদের আশ্বস্ত করছি যে তাঁরা বিচার পাবেন।”  তিনি এও জানান, লোকসভায় তিন তালাক বিল পাস হলেও রাজ্যসভায় তা পাস হয়নি৷ কিন্তু মুসলিম মহিলারা যে এক্ষেত্রে সুবিচার পাবেন সেই বিষয়ে নিশ্চয়তা দেন তিনি৷ দেশের মহিলাদের নিরাপত্তা বিষয়ে প্রধানমন্ত্রী মন কী বাতে বলেন,দেশের নারীশক্তির বিরুদ্ধে কোনও অন্যায় কোনও সভ্য দেশ বরদাস্ত করতে পারে না৷

প্রসঙ্গত, গত ১০ অগস্ট, বাদল অধিবেশনের শেষ দিনেও সংসদের উচ্চকক্ষে পেশ করা যায়নি বিলটি ৷ সম্ভবত শীতকালীন অধিবেশনে বিলটি পেশ করা হতে পারে ৷ কংগ্রেসের বিরোধিতার কারণে এদিন রাজ্যসভায় বিলটি পেশ করতে পারেনি সরকার৷ কংগ্রেসের সাংসদরা হইহট্টোগোল বাঁধিয়েছে৷ যার জেরে দফায় দফায় সভা স্থগিত রাখা হয়৷ কংগ্রেস শুরু থেকে রাফায়েল জেট নিয়ে আলোচনা চেয়েছিল৷ তাদের দাবি ছিল, রাফায়েল জেট ডিল নিয়ে জবাব দিক সরকার৷

Advertisement

তিন তালাক বিলটি রাজ্যসভায় পাশ করানোর লক্ষে তিন তালাক বিলে কিছু সংশোধনী আনে সরকার৷ কেন্দ্রীয় মন্ত্রিসভা তাতে সায় দেয়৷ নয়া সংশোধনীতে অভিযুক্তের জামিনের সংস্থান রাখা হয়৷ যা আগের বিলে রাখা ছিল না৷ বিরোধীদের দাবি মেনে তাই সুর নরম করে কেন্দ্র৷ তাই মোদী সরকারের আশা ছিল নয়া সংশোধনী সহ বিলটি রাজ্যসভাতে  পাশ হয়ে যাবে ৷ কিন্তু বিরোধীদের হট্টগোলের জন্য তা পাশ করা সম্ভব হয়নি।

এদিন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কেরলের বন্যাপীড়িত মানুষদের প্রতি সমবেদনা ব্যক্ত করে বলেন, “এই দুঃসময়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কেরালার মানুষের পাশে আছি।”


শেয়ার করুন
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 3 =