কলকাতা 

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারীর স্মরণসভা অনুষ্ঠানে বিনা পয়সায় মহাজাতি সদন ভাড়া দিয়ে সৌজন্যের নজীর স্থাপন করল রাজ্য সরকার

শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : অটলবিহারী বাজপেয়ীর স্মরণসভাকে কেন্দ্র করে সৌজন্যের রাজনীতির অনন্য নজীর স্থাপন করল রাজ্য সরকার। সৌজন্যের রাজনীতিতে সব দলকে ছাপিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য বিনা পয়সায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মরণসভা করার জন্য মহাজাতি সদন দেওয়া হল বিজেপিকে।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন বাজপেয়ীর স্মরণসভায় রাজ্য বিজেপি উদ্যোগ নিয়েছে, প্রতিটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর। ইতিমধ্যেই কংগ্রেস ও সিপিএমকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে। আগামী ২৯ আগস্ট প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর স্মরণসভা হবে মহাজাতি সদনে। মুখ্যমন্ত্রীর নির্দেশেমহাজাতি সদনের ভাড়া  মকুব করে দেওয়া হয়েছে। মহাজাতি সদনের অছি পরিষদের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের মান্যতা দিয়েছি। মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুসারে ভাড়া মকুব করা হয়েছে।

Advertisement

শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × two =