খেলা 

মানুষের আবেগ নয় , নরেন্দ্র মোদী সংকীর্ণ রাজনীতির স্বার্থেই রাজীব খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে ধ্যানচাঁদের নামে করলেন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: নেহেরু-গান্ধী পরিবারের সমস্ত ইতিহাস মুছে দিতে তৎপর মোদী সরকার । আর সেই কাজ খুব নিরবেই করা হচ্ছে । রাজীব গান্ধী দেশের জন্য নিজের প্রাণ দিয়েছেন , তাঁর মা ইন্দিরা গান্ধী দেশের অখন্ডতা রক্ষা করার জন্য প্রাণ দিয়েছেন । এরা সকলেই আমাদের কাছে নমস্য । তাই এদেরে সম্মানে কোনো পুরস্কার চালু হওয়ায় ভারতবাসীর আপত্তি ছিল না । কিন্ত মোদী সংকীর্ণ রাজনীতি করতে অভ্যস্ত । তাই তিনি ক্ষমতায় আসার সাত বছরের মাথায় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে দিল । আর এই কাজটি করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

তিনি নিজে টুইটারে ঘোষণা করেছেন, “দেশকে গর্বিত করার বহু মুহূর্তের মধ্যে অনেক দেশবাসী আমাকে অনুরোধ করেছেন খেলরত্ন পুরস্কার মেজর ধ্যানচাঁদকে সমর্পণ করা হোক। মানুষের এই আবেগের কথা মাথায় রেখেই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম এবার থেকে মেজর ধ্যানচাঁদ “ খেলরত্ন রাখা হচ্ছে।”

Advertisement

খেলরত্ন পুরস্কার ভারতের সর্বোচ্চ ক্রীড়াসম্মান। দেশের সেরা ক্রীড়াবিদদের স্বীকৃতি হিসাবে এই পুরস্কার দিয়ে থাকে ভারত সরকার। নগদ অর্থ, ট্রফি এবং সার্টিফিকেট দেওয়া হয় পুরস্কার স্বরূপ। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে চার বছরের বেশি সময় ধরে নিয়মিত সাফল্য এনে দিলেই এই খেতাব পাওয়া যায়। ইতিমধ্যেই শচীন তেণ্ডুলকর, অভিনব বিন্দ্রা, বিশ্বনাথন আনন্দ, পঙ্কজ আডবানী, মহেন্দ্র সিং ধোনিদের মতো ক্রীড়াবিদরা খেলরত্ন পেয়েছেন। সেই ১৯৯১-৯২ সাল থেকে নিয়মিত এই পুরস্কার দেওয়া হচ্ছে। এতদিন এটি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামেই পরিচিত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা মতো এবার থেকে খেলরত্ন পরিচিত হবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হিসাবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ