জেলা 

কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমির বার্ষিক সাধারণ সভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমি ক্যাম্পাসে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা বিভাগের ছাত্র তৌহিদ মোল্লার কোরআন তেলাওয়াত ও মিশন বিভাগের ছাত্র এস.কে সাইদউদ্দিনের নাতে রসুল (সঃ) এর মধ্য দিয়েই সভার কাজ সূচনা হয়।

Advertisement

সভায় সভাপতিত্ব করেন, মিশনের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মোজাম্মেল হক। সমগ্র সভাটি সঞ্চালনা ও পরিচালনা করেন মিশনের ডাইরেক্টর ও সিরাতের রাজ্য সম্পাদক, শিক্ষক আবু সিদ্দিক খান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ড. মোস্তফা আব্দুল কাইয়ুম, প্রধান বক্তা বিশিষ্ট মোটিভেটর শিক্ষক, আবেদিন হক আদী, এছাড়া বক্তব্য রাখেন অ্যাকাডেমির চেয়ারম্যান, শিক্ষক মাসউদুর রহমান, প্রতিষ্ঠাতা সম্পাদক হাজি আকবর আলী সরদার, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা সাইফুদ্দিন নাদবী, ইমাম কো-অর্ডিনেটর পীরজাদা হাসানুজ্জামান, উলুবেড়িয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, সেখ আবু বকর, মিশনের সহ সম্পাদক, মাওলানা মুস্তকিম মন্ডল, ইমাম মুয়াজ্জিন অর্গানাইজেশনের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আমিনী, মিশনের সহকারী প্রধান শিক্ষক কুতুবউদ্দিন সরদার, স্বরূপনগর ব্লকের ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা আবু জাফর, হাফেজ তরিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ধান্যকুড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, আমিনীয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মোখলেছুর রহমান, বাদুড়িয়া ব্লকের ইমাম নেতা, আবুল কালাম, সংখ্যালঘু বিত্ত নিগমের মিজানুর রহমান, বসিরহাট কোর্ট মসজিদের ইমাম মাওলানা সারাফাত হোসেন, মিশনের কোষাধ্যক্ষ আবুবকর সরদার।

সম্পাদক হাজী আকবর আলী সরদার বলেন, যেটুকু কাজ করতে পেরেছি সব কিছু মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় সংঘটিত হয়েছে। বাকি কাজ মহান আল্লাহ পাক তার গায়েবি খাজানা থেকে পুরোণ হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনাদের সুসন্তানগুলোকে মিশন ও মাদ্রাসায় পাঠিয়ে অ্যাকাডেমির কলেবর বৃদ্ধি করুন, মাশাল্লাহ এবছর আমাদের ছাত্ররা মাধ্যমিকে নজরকাড়া সাফল্য পেয়েছে। মিশনের চেয়ারম্যান মাসউদুর রহমান, মিশনের আগামী পরিকল্পনা গুলো বিস্তারিত আলোচনা করেন, তিনি বলেন আমরা এবছর একাদশ ও ফাজিল চালু করেছি আগামী শিক্ষাবর্ষে নারী শিক্ষার অগ্রগতির জন্য মেয়েদের আলাদা ক্যাম্পাস চালু করার পাশাপাশি বিজ্ঞান বিভাগ, মোটিভেশনাল ও স্মার্ট ক্লাস, স্পোকেন ইংলিশ ও আরবী চালু করা হবে ইনশাআল্লাহ। মাওলানা মোজাম্মেল হক সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ