দেশ 

যাঁরা বলেছিলেন বাংলায় আইনের নয় , শাসকের শাসন চলছে, ত্রিপুরায় অভিষেকের গাড়ির উপর হামলা হওয়ার পর তাঁদের কী প্রতিক্রিয়া বড্ড জানতে ইচ্ছা করে ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : পশ্চিমবঙ্গে নাকি গণতন্ত্র নেই বলে থাকেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহরা । বাস্তবে কী সত্যিই গণতন্ত্র নেই ! বাংলায় গণতন্ত্র নেই এটা যারা ফলাও করে  প্রচার করেছিলেন তাদের পরিচালিত রাজ্যগুলির গনতন্ত্র কোন পথে তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি উপর হামলাতে প্রমাণিত হয়েছে । অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তিনি আজ সোমবার ত্রিপুরা সফরে গিয়েছিলেন । মূলত ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে উজ্জীবিত করতেই তাঁর আজকের সফর। কিন্ত আগরতলা বিমান বন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় বিজেপির কর্মীরা গো-ব্যাক শ্লোগান দিতে থাকে । এমনকি অভিষেকের গাড়ির উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠতে শুরু করেছে যারা পশ্চিমবাংলায় গণতন্ত্র ফেরানোর দাবি জানাচ্ছেন তাদের রাজ্যে এই অবস্থা কেন ?

কেন বিরোধী দলের নেতা সফর করতে পারছেন না । কেন অসমে আটকানো হচ্ছে ? কেন ত্রিপুরায় আটকানো হচ্ছে ? কেন উত্তরপ্রদেশে আটকানো হচ্ছে ? এই পরিস্থিতি নিয়ে কী বলবে জাতীয় মানবাধিকার কমিশন । যাঁরা সম্প্রতি বলেছেন, বাংলায় নাকি আইনের নয় , শাসকের শাসন চলছে । আজকের ঘটনা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যথাযথ বলেছেন ত্রিপুরার মানুষ এর বিচার করবে ।  ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে বাধা পেয়ে ছোট্ট প্রতিক্রিয়া জানান ডায়মন্ডহারবারের সাংসদ। তিনি বলেন, ‘‘ক’দিন আগেই বলেছিলেন ‘অতিথি দেব ভবঃ’। এখন হামলা। ত্রিপুরার মানুষ এর বিচার করবে।’’

Advertisement
প্রতিক্রিয়া জানানোর পর ত্রিপুরেশ্বরীর মন্দিরে পুজো দেন অভিষেক। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পুজো সেরে তিনি বলেন, ‘‘বিজেপি নেতারা বাংলায় এসে গলা ফাটাচ্ছেন গণতন্ত্র নেই বলে। কিন্তু তাঁরা আগে ত্রিপুরায় এসে দেখুন, কোথায় গণতন্ত্র নেই। তারপর বাংলা নিয়ে কথা বলবেন।’’ মন্দিরে যাওয়ার পথেও বিজেপি কর্মীদের বিক্ষোভের জেরে রাস্তায় বেশ কয়েকবার দাঁড়াতে হয় তাঁর কনভয়কে ।
এই গনতন্ত্র কী ভারতবাসী চেয়েছিল ? বিজেপি যে গনতন্ত্রের নজীর তৈরি করেছে, সেই গণতন্ত্র মানুষ কী মেনে নেবে ? তা আগামী দিনে প্রমাণিত হবে । তবে যাঁরা এতদিন বলে আসছিল বাংলায় গণতন্ত্র নেই , বাংলায় আইনের শাসন নেই । তাঁরা কী আজকের বিজেপি শাসিত ত্রিপুরায় গণতন্ত্রের নমুনা দেখে কী ভাবছেন ? সেটা বড্ড জানতে ইচ্ছা করে !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ