দেশ 

বিজেপি শাসিত ত্রিপুরায় গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর গাড়ি লাঠি দিয়ে আঘাত করার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত ত্রিপুরায় গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।ত্রিপুরার উদয়পুরে মাতাবাড়ি এলাকায় অভিষেক পৌঁছনো মাত্রই তাঁকে দেখে ‘গো -ব্যাক’ স্লোগান দিয়ে গাড়িতেও লাঠি দিয়ে হামলা করে বিজেপি কর্মীরা। এমনটাই অভিযোগ ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের।

সোমবার সকাল সাড়ে ১০টা কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হন অভিষেক। তাঁর পৌঁছানোর আগেই ‘অভিষেক ব্যানার্জি গো ব্যাক’ স্লোগান দেন বিজেপি-র কর্মী-সমর্থকরা। আগরতলায় পৌঁছেই ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার কথা ছিল অভিষেকের। কনভয় মন্দিরের পথে যাওয়ার পথেই তাঁর গাড়িতে লাঠি দিয়ে বিজেপি কর্মীরা আঘাত করেন বলে অভিযোগ। এরপরেই নিজের টুইটার হ্যান্ডলে ত্রিপুরার বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে একটি টুইট করেন অভিষেক। তিনি লেখেন, ‘বিজেপি শাসিত ত্রিপুরায় গণতন্ত্র! বিপ্লববাবু এই রাজ্যকে নতুন পথে নিয়ে গিয়েছেন।’

Advertisement

সোমবার সকালে কুশাবাজার এলাকায়পতাকা লাগাতে গিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল নেতা-কর্মীরাও। যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত এবং সুদীপ রাহাদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ