জেলা 

ভোটে জেতার পর বিধায়ক সংখ্যালঘুদের খোঁজ নেয় না অভিযোগ জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতির

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : নিজের দলের বিধায়কদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল তৃণমূলের মাইনোরেটি সেল। তৃণমূল কংগ্রেসের জেলা মাইনোরেটি সেলের সভাপতি মোসারফ হোসেনের এই অভিযোগে উত্তাল জেলা তৃণমূল কংগ্রেস মহলে।

এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের মাইনোরেটি সেলের সভাপতি মোসারফ হোসেন।তিনি আরও বলেন সদ‍্য সমাপ্ত বিধান সভা নির্বাচনে জলপাইগুড়ি জেলার মাইনোরেটিরা বিধায়কদের জেতার জন্য অনেক কিছু করেছেন।অথচ জেতার পর আজ পযর্ন্ত সেই বিধায়করা বিশেষ করে সদর বিধান সভার বিধায়ক তাদের সাথে কোন ধরনের আলোচনা করেনি।

Advertisement

এর ফলে অনেক টাই অসুবিধার মধ্যে আছেন মাইনোরেটিরা।কোন ধরনের সাহায্য বিধায়ক করছে না।যদিও এই বিষয়ে জলপাইগুড়ি সদরের বিধায়ক ডাক্তার বর্মা বলেন বিধয়ক হবার পর তিনি দুই মাস করোনায় আক্রান্ত হয়েছিল।কার ও সাথে যোগাযোগ করতে পারেনি।কিন্তু তবুও তিনি যোগাযোগ সকলের সাথে রেখেছেন।আগামী তে আরও বেশি করে যোগাযোগ রাখবেন।মাইনোরেটি সেলকে ভোটে জেতানোর জন্য অসংখ্য ধন্যবাদ তিনি জানিয়েছেন


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ