জেলা 

সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন না পেয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম :  সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন না পেয়ে চরম ক্ষুদ্ধ বাসিন্দারা। ক্ষোভে ফেটে পড়েছেন দূর দূরান্ত থেকে ভ্যাকসিন নিতে আসা সাধারন মানুষ থেকে মহিলারা। ফলে ভ্যাকসিন নিয়ে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চরম বিশৃঙ্খলা, ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নির্দেশ অনুযায়ী শুক্রবার রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র কয়েকটি ফ্রন্ট লাইন ওয়ার্কার ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে। সাধারন মানুষ ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়িয়ে তা না পাওয়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে।

কোভিড ভ্যাকসিন নিয়ে সারা রাজ্যের প্রায় প্রতিটি টীকাকরন কেন্দ্রেই প্রতিদিন বিক্ষোভ ও বিশৃঙ্খলা চলছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মারামারির ঘটনাও ঘটে চলেছে। টীকা গ্রাহকের সংখ্যা অনুযায়ী সেভাবে সরবরাহ না থাকায় সমস্যা দেখা দিয়েছে। শুক্রবার রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের টীকাগ্রহন কেন্দ্রে সকাল থেকেই টীকা নেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন অসংখ্য মহিলা সহ সাধারন মানুষ। আচমকাই বেলা ১১ টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় আজ শুধুমাত্র স্পেশাল ক্যাটাগরির কর্মীদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে। আর এতেই উত্তেজনা দেখা দেয় হাসপাতাল চত্বরে।

Advertisement

বিক্ষোভে ফেটে পড়েন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা মহিলা থেকে সাধারন মানুষ। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ভ্যাকিসিন কন্ট্রোল ম্যানেজার ডাঃ সব্যসাচী মুখার্জি বলেন, সকালেই হাসপাতালের কোভিড টীকাকরণ কেন্দ্রে নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল যে আজ স্পেশাল ক্যাটাগরির কর্মীদের করোনার প্রথম ডোজ দেওয়া হবে। সাধারন মানুষ সেই নোটিশ লক্ষ্য না করে লাইনে দাঁড়িয়ে পড়েন। পরে নোটিশ লক্ষ্য করলে তা ছিঁড়েও দেন। উত্তেজনা দেখা দেওয়া হাসপাতালে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ