কলকাতা 

রাজ্যের সব হাই-মাদ্রাসাকে উচ্চমাধ্যমিক করার ভাবনা সংখ্যালঘু মন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : রাজ্যের ৬১৪টি সিনিয়র, জুনিয়র ও হাইমাদ্রাসার মধ্যে উচ্চমাধ্যমিক মাদ্রাসাও বেশ কিছু রয়েছে । কিন্ত বেশিরভাগ হাইমাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে ছেলেমেয়েরা পড়ার সুযোগ পাচ্ছে না । কারণ অধিকাংশ হাইমাদ্রাসাগুলি এখনও উচ্চমাধ্যমিকে রূপান্তরিত হয়নি । ফলে মন্ত্রী গোলাম রব্বানী একান্তে কথা বলতে গিয়ে বলেছেন, আগামী দিনে সব হাইমাদ্রাসাগুলিকে উচ্চমাধ্যমিক মাদ্রাসায় রূপান্তরিত করা হবে ।

তিনি বলেন, হাইমাদ্রাসা থেকে পাশ করার পর অনেকেই পড়াশোনা করতে পারছে না । কারণ হিসাবে জানা গেছে, স্কুল দূরে হওয়ার কারণে মেয়েরা যাচ্ছে না । আবার প্রতি বছর মাধ্যমিক ও হাইমাদ্রাসায় পাশের হার বৃদ্ধি পাওয়ার কারণে স্কুলগুলি এত সংখ্যক ছেলেমেয়েকে ভর্তি নিতে পারছে না । ফলে অনেকেই পড়াশোনার সুযোগ হারাচ্ছে । তাই সবাইকে পড়াশোনার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে হাইমাদ্রাসাগুলিকে উচ্চমাধ্যমিকে রুপান্তরিত করার চিন্তাভাবনা চলছে।

Advertisement

মন্ত্রী বলেন, এ বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে । কারণ মা-মাটি মানুষের সরকার সকল ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করার সুযোগ করে দিতে উদ্যোগী হয়েছে । উল্লেখ্য, রাজ্য সরকার হাইমাদ্রাসাগুলিকে উচ্চমাধ্যমিকে উন্নীত করলে সংখ্যালঘু সমাজের ছেলেমেয়েরা আরও বেশি করে পড়াশোনার সুযোগ পাবে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ