বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বাবুল সুপ্রিয় কী রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন ? সোশ্যাল মিডিয়ায় পোস্টকে ঘিরে জল্পনা তুঙ্গে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাবুল সুপ্রিয় কী রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন ? সেরকমই জল্পনা দেখা দিয়েছে তার এক পোস্টকে ঘিরে।

তিনি ফেসবুকে লিখছেন, “রাজনীতি বাদে গান নিয়ে পোস্ট করলেই পাই সুন্দর প্রতিক্রিয়া। অনেক পোস্টেই রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখার আবেদন পাচ্ছি, যা গভীরভাবে ভাবাচ্ছে আমাকে।” তবে কি এবার রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেবেন বাবুল সুপ্রিয়? প্রশ্ন ওয়াকিবহল মহলের।

Advertisement

এদিন একটি গান পোস্ট করে তিনি লেখেন, “বেশ কিছুদিন ধরেই আমি অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করছি যে আমার গান নিয়ে কোনও পোস্ট করলেই আপনারা অকুন্ঠ ভালোবাসা প্রকাশ করছেন। গুটি কয়েক নেগেটিভ কমেন্ট বাদ দিলে, বাকি সবই অত্যন্ত সুন্দর সব লেখা। কখনও আনমনে বসে যখন ভাবছি, তখন কোথাও যেন মনে হচ্ছে কমেন্টগুলি ‘দলমত নির্বিষেশে’ গায়ক বাবুলকে লেখা।

তিনি আরও লেখেন, “এটা ঠিক যে ২০১৮ সালে নানাকারণে completely disillusioned ও বীতশ্রদ্ধ হয়ে মন্ত্রী থাকাকালীন পদত্যাগ করেছিলাম। দল অত্যন্ত ভালোবাসার সঙ্গে তা প্রত্যাখ্যান করেছিল। সেই সময়ে নতুন করে অনুপ্রেরণা জোগানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অমিত শাহজির কাছে আমি কৃতজ্ঞ। গান আর রাজনীতি আমার দুটো সত্ত্বা, দুটোতেই কখনও ভাল, কখনও খারাপ ফল হবে। তবে একটাই প্রশ্ন, আপনাদের ভালোবাসাকে পাথেয় করে আপনাদেরই মধ্যে দিতে হেঁটে যেতে যেতে কোথাও আপনাদের থেকে, ‘আমার আমি’ থেকে দূরে চলে যাচ্ছি না তো? তা না হলে বার বার আপনারা ফিরে আসতে বলছেন কেন??”

বাবুল সুপ্রিয়র এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে তাহলে কি এবার বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে দিতে চাইছেন ? ফিরে যেতে চাইছেন গানের জগতে ! সেই প্রশ্নই আবার নতুন করে মাথা চাড়া দিল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ