দেশ 

খুব শীঘ্রই জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে সংসদে জানালো কেন্দ্র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  খুব শীঘ্রই জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া হবে আজ বৃহস্পতিবার সংসদে জানালো কেন্দ্র।

আজ বৃহস্পতিবার রাজ্যসভায় আলাদা আলাদাভাবে জম্মু-কাশ্মীর প্রসঙ্গ তোলেন দুই সাংসদ। উল্লেখযোগ্য দিক হল, এই দু’জনের মধ্যে একজন ‘বিরোধী’ শিব সেনা সাংসদ হলেও আরেক জন ওড়িশায় বিজেপির শরিকদল বিজেডির।

Advertisement

প্রিয়াঙ্কা চতুর্বেদী ও ডা. সস্মিত পাত্রের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, সঠিক সময় এলেই জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরত দেওয়া হবে। এই ‘সঠিক সময়’-এর ব্যাখ্যা দিতে গিয়ে উল্লেখ করা হয়েছে উপত্যকার স্বাভাবিকত্ব প্রতিষ্ঠার বিষয়। এক প্রশ্নের জবাবে বলা হয়, ধীরে ধীরে জম্মু-কাশ্মীর স্বাভাবিক হচ্ছে। দোকানপাট, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, সরকারি অফিস-সহ বিভিন্ন ক্ষেত্র ধীরে ধীরে পুরনো অবস্থায় ফিরছে। ২০১৯ সালের তুলনায় গত বছর সন্ত্রাসবাদ কমেছে ৫৯ শতাংশ।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধানে বড়সড় অগ্রগতির পথে কেন্দ্র। কিছুদিন আগেই কাশ্মীরের ৮টি স্বীকৃত রাজনৈতিক দলের ১৪ জন প্রথম সারির নেতাকে নিয়ে সর্বদল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্সের ফারুখ এবং ওমর আবদুল্লাহ, PDP’র মেহবুবা মুফতি, কংগ্রেসের গুলাম নবি আজাদ-সহ কাশ্মীরের তাবড় শীর্ষনেতারা। কাশ্মীরি নেতাদের দিল্লি ডেকে পাঠিয়ে তাঁদের সমস্যা নিয়ে আলোচনা। তাঁদের সঙ্গে কথা বলে কাশ্মীরে নির্বাচন প্রক্রিয়া শুরুর বন্দোবস্ত এবং দ্রুত উপত্যকার পূর্ণরাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আশ্বাস।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ