দেশ 

আসাম মিজোরাম দুই রাজ্যের সীমান্তে জওয়ানদের সংঘর্ষে নিহত ৬, স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনায় সরব রাহুল – অভিষেক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দুই বিজেপি শাসিত রাজ্য অসম মিজোরামের মধ্যে সীমান্ত নিয়ে দুই রাজ্যের জওয়ানদের সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে গতকাল সোমবার। এই ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। কোন শত্রুদেশ নয়, বরং একই দল পরিচালিত দুই সরকারের পুলিশের মধ্যে সংঘর্ষ এককথায় নজিরবিহীন বলা যেতে পারে।

আজ মঙ্গলবার সকালে আসাম মিজোরাম সংঘর্ষ নিয়ে টুইট করে প্রতিবাদ জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

টুইট করে এই দুই নেতা নিহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করেছেন। এও জানিয়েছেন, ভারতে এই ঘটনা কাম্য নয়।

ঘটনা নিয়ে উদ্বেগপ্রকাশ করে টুইটে সরব রাহুল গান্ধীও । এই পরিস্থিতির জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকাকে দায়ী করেছেন। ঘৃণা, বিদ্বেষের জবাব দিচ্ছে মানুষ। কটাক্ষ তাঁর।

গত শনিবার শিলংয়ে উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই দুই পড়শি রাজ্যের মধ্যে এই সংঘাতে উত্তাপ ছড়িয়েছে দেশের উত্তর-পূ্র্বাঞ্চলে। অসমের বাসিন্দাদের অভিযোগ, সীমানার অপর দিক থেকে অসমে ঢুকে হামলা চালায় মিজোরামের দুষ্কৃতীরা। গায়ের জোরে জমি দখল করে ফেলে তারা। বাধা দিতে গেলে সংঘর্ষের আবহ তৈরি হয়। একই অভিযোগ জানিয়েছে মিজোরামও। ।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ