কলকাতা 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাধান সূত্র মেনেই জট কেটেছে, কাল থেকে শুরু টিভি সিরিয়ালের শুটিং

শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ৬দিন ধরে অচলাবস্থা চলার পর কাল থেকে শুরু হতে চলেছে বাংলা সিরিয়ালের শুটিং । স্বস্তি এল আটিস্ট ফোরামের ও প্রযোজকদের। একই সঙ্গে বাংলার দর্শকদেরও।অবশেষে বাংলা সিরিয়ালের জট কাটল। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বৈঠক করেন প্রযোজক সংগঠন ও আর্টিস্ট ফোরামের সঙ্গে ।

বৈঠকের পরই সমাধান সূত্র বেরিয়ে আসে। আগামী কাল থেকেই শুটিং শুরু হবে । আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের মধ্যে কোনো সমস্যা তৈরি হলে তার গঠন করা হয়েছে জয়েন্ট কনসিলিয়েশন কমিটি।

Advertisement

বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, “প্রযোজকদের থেকে নিশপাল সিং রানে ও শৈবাল ব্যানার্জি, টেকনিশিয়ানদের তরফে স্বরূপ বিশ্বাস ও অপর্ণা ঘটক, লেখিকাদের থেকে লীনা গাঙ্গুলি, বড় চ্যানেলগুলি যেহেতু বড় ভূমিকা পালন করে তাই স্টার জলসা থেকে চাঁদনি ঘোষ, জি বাংলা থেকে সত্রাক ঘোষ ও কালারস থেকে রাহুল চক্রবর্তীকে নিয়ে জয়েন্ট কনসিলিয়েশন কমিটি তৈরি হয়েছে। প্রতি মাসে তাঁরা বসবেন। কারোর বিরুদ্ধে কারোর সমস্যা হলে নিজেরা মেটাবেন। আর্টিস্টরাও যাতে বঞ্চিত না হন, সেটা দেখবেন। এই চারটি উইন্ডোকে একটি উইন্ডোতে আনা হয়েছে সবার সুবিধার জন্য। ১৫-১৬ তারিখের মধ্যে পারিশ্রমিক দিতে হবে। যা এগ্রিমেন্টে আছে সেগুলি সব চলবে।”

আর্টিস্ট ফোরামের পক্ষে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, “প্রযোজক, আর্টিস্ট ও টেকনিশিয়ানদের মধ্যে থেকে যাঁরা এসেছেন তাঁদের ধন্যবাদ। সবথেকে বড় ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। কারণ, খুব সহজে অনেক জিনিস মিটে গেছে তাঁর জন্য।”

আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের তরফে  উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নিশপাল সিং, শৈবাল ব্যানার্জি, স্বরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায়, অরিন্দম গাঙ্গুলি প্রমুখ।

 


শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen + eighteen =