দেশ 

রাহুল গান্ধীর চালে সংসদেই কুপোকাৎ বিজেপি, বেআব্রু হয়ে গেল গেরুয়া শিবিরের মুখ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম  : সংসদের বাজেট অধিবেশনের বির্তকে যোগ দিয়ে কৃষক আন্দোলনের পক্ষে সওয়াল করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । তিনি সংসদে দাঁড়িয়ে হাম দো , হামারা দো শ্লোগান তুলেছিলেন । মোদী সরকারকে এখন চারজন চালাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন রাহুল । এরপর তিনি সংসদে দাঁড়িয়ে বাজেট বির্তকে অংশগ্রহণ করবেন না বলে জানিয়ে দেন । তিনি বলেন, কৃষক আন্দোলনের প্রতি সহানুভূতি জানিয়ে আমি বাজেট বির্তকে অংশ নেব না । এরপরেই তিনি সংসদ দাঁড়িয়ে সাংসদদের উদ্দেশ্যে বলেন, আন্দোলন করতে গিয়ে ২০০ জন কৃষক নেতা শহীদ হয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানিয়ে আমরা সংসদ ভবনে ২ মিনিট নিরবতা পালন করব । একথা বলার সঙ্গে সঙ্গে কংগ্রেস সহ বিরোধী দলের সব সাংসদ উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করেন । কিন্ত বিজেপি সাংসদরা রাহুলের এই আহ্বানে সাড়া না দিয়ে তাঁরা বসে থাকেন এবং চিৎকা্র করতে থাকেন । রাহুল গান্ধী কোনো কথা না বলে তিনি নীরবতা পালন করেন । আর এতেই সমগ্র দেশের সামনে বিজেপি যে কৃষক বিরোধী সেটা বেআব্র হয়ে ধরা পড়ে গেল । রাহুলের একটা চালেই বিজেপি মুখোশ উন্মোচিত হয়ে গেল । বিজেপি সংসদের মধ্যে ই কুপোকাৎ হয়ে পড়েছে ।

রাহুল গান্ধীর এই রাজনৈতিক চালে বিজেপি বিরোধী দলগুলি যে কৃষকদের সমর্থন পাবে তা আর বলার অপেক্ষা রাখে না ।  আসলে এবারের লোকসভা অধিবেশনে মোদী সরকার অনেকটাই ব্যাকফুটে চলে গেছে বলে রাজনৈতিক মহল মনে করছে । আর এই সুযোগে রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদে বিরোধী দলের একটা মহাজোট হয়ে গেছে । ফলে বিরোধীদের নানা রাজনৈতিক কৌশলের কাছে হার মানতে হচ্ছে বিজেপিকে । যেমন রাহুল সংসদে দাঁড়িয়ে আন্দোলনকারী কৃষকদের সমর্থনে কথা বলার পাশাপাশি যে সব কৃষক আন্দোলনে অংশ নিয়ে মারা গেছেন তাদের জন্য  সংসদে শোক প্রস্তাব আনার দায়িত্ব ছিল মোদী সরকারের । তা না করে কৃষক আন্দোলনকে কার্যত উপেক্ষা করে , তাচ্ছিল্য করে চলেছে মোদী সরকার । আর এই সুযোগকে কাজে লাগিয়ে মৃত কৃষকদের জন্য শোক পালনের প্রস্তাব পেশ করে রাহুল । আর সেই প্রস্তাব বিরোধী দলগুলি সমর্থন করে , ফলে সংসদের সামনে নজীর স্থাপন করলেন রাহুল গান্ধী যা ইতিহাস হয়ে থেকে যাবে ।

Advertisement

আগামী দিনের ইতিহাস বলবে বিজেপির সাংসদরা সংসদে উপস্থিত থেকেও মৃত কৃষকদের শোক প্রস্তাব এবং নীরবতা পালনে অংশ নেননি । এর ফলে বিজেপি যে কৃষক বিরোধী দল তা কৃষক সমাজের কাছে জলের মতো পরিস্কার হয়ে গেল । মূলত তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে কৃষকরা আন্দোলন করছেন কয়েক মাস ধরে । এই আন্দোলনের মূল দাবি কৃষি আইন প্রত্যাহার করতে হবে । কিন্ত মোদী সরকার সংশোধন করতে রাজী হলেও, আইন প্রত্যাহার করতে রাজি নয় । কৃষকদের দাবি আইন প্রত্যাহার করতে হবে । আর এই দাবির সপক্ষে সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধ হয়েছে । ফলে বেশ খানিকটা বেকায়দায় পড়েছে মোদী সরকার ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ