জেলা 

সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের ‘দুয়ারে গাছ’ কর্মসূচি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : অভিনব উদ্যোগ সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের, সরকারের দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর এই প্রথম কোন স্বেচ্ছাসেবী সংগঠন শুরু করল ‘দুয়ারে গাছ’। ১১ই জুলাই থেকে শুরু হয়েছে ‘দুয়ারে গাছ’ কর্মসূচি। রাজ্যে পরিবেশ প্রেমী সংগঠন বলে ইতি মধ্যে পরিচিতি লাভ করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। বছরের প্রতিদিন নানা কর্মসূচির মাধ্যমে তারা মানুষকে গাছ লাগাতে উৎসাহ দান করে বৃক্ষবিলি ও রোপনের মাধ্যমে। পাশাপাশি বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে চলেছে এই পরিবেশ প্রেমী সংস্থা সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড।

করোনা মহামারির জেরে বছরের বেশির ভাগ সময় লকডাউনের ফলে মানুষ ঘর বন্দি, সেই কথা মাথায় রেখে এই অভিনব উদ্যোগ *’দুয়ারে গাছ’* । মানুষের হাতের নাগালে সহজেই এবং দ্রুত গাছের চারা পৌঁছে যায়, মানুষের সবুজায়নের উদ্যোগে যাতে ভাটা না পরে তার জন্য মানুষের দুয়ারে গাছ তাঁরা পৌঁছে দিচ্ছেন বলে জানান সংস্থার সর্বভারতীয় সভাপতি আবু আজাদ।

Advertisement

১১ই জুলাই পূর্ব বর্ধমানের বাজেপ্রতাপপুর, মালিরবাগানে শুরু হয় *’দুয়ারে গাছ’* কর্মসূচি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে মানুষ নাম নথিভুক্ত করেন। এবং গাছের চারা সংগ্রহ করেন। বিভিন্ন এলাকায় দুয়ারে গাছ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রচুর মানুষ এই ক্যাম্পে আসেন গাছের চারা নিতে। এবং একটি ফর্ম ফিলাপ করে প্রতিজ্ঞাবদ্ধ হন গাছ বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে। দ্বিতীয় কর্মসূচি *’দুয়ারে গাছ’* অনুষ্ঠিত হয় ২১শে জুলাই ভাতাড় থানার পানোয়া গ্রামে। পবিত্র ঈদ উল আজহার দিন মানুষ উৎসাহিত হয়ে গাছের চারা নিয়ে যান। ভাতাড় থানার প্রায় প্রত্যেকটি গ্রাম থেকে মানুষ আসেন এবং গাছের চারা সংগ্রহ করেন।

একই সাথে হুগলি জেলাতেও চলছে *’দুয়ারে গাছ’* কর্মসূচি। হুগলি জেলা সম্পাদক মাবুদ আলী সেখ হুগলি জেলার পাশাপাশি ডানকুনি পৌরসভার ২১টি ওয়ার্ডে টোটোকরে ঘুরে ঘুরে গাছের চারা মানুষের হাতে পৌঁছে দেন।

২৬শে জুলাই ভাতাড় থানার মাহাতা গ্রামে মহৎ উদ্যোগ নেওয়া হয়। ঐদিন মাহাতা গ্রামে একটি *”উপবন”* তৈরি করা হয় ১০০০টি ফলের চারা রোপণ করে। যেখানে বনভূমি ধ্বংস হচ্ছে একের পর এক সেখানে এই সংস্থাটি কৃত্রিম ভাবে নিজেদের উদ্যোগে একটি উপবন তৈরি করে এলাকার মানুষের প্রশংসায় প্রশংসিত হয়েছে। এইভাবে কৃত্রিম বনভূমি তৈরি করে পরিবেশ দূষণ মুক্ত করা সম্ভব হবে, কমানো যাবে বিশ্ব উষ্ণয়ান ।

এছাড়া বোলপুর, হাওড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুরে ও তাঁদের এই কর্মসূচি রয়েছে বলে জানান সংস্থার পক্ষ থেকে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ