জেলা 

সিঙ্গুরে চক-কালিকার ঈদ-উল-আযহার নামাযেও অসম-কেরালার মানুষদের জন্য বিশেষ প্রার্থনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : হুগলী জেলার সিঙ্গুর থানার চক কালিকা বুড়ি ঈদগাহ ময়দানে বুধবার ঈদ-উল-আযহার নামায অনুষ্ঠিত হয়। এখানে নামাজ পড়ান বিশিষ্ট আলেম ও অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজল জিন্নাহ। ঈদ-উল-আযহার জামাতে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আবু আফজল জিন্নাহ বলেন, কুরবানীর পশু জবেহ করার পর তার রক্ত, মাংস আল্লাহর নিকট যাবে না, যাবে তার নিয়ত অন্তরের তাকওয়া ।

সুতরাং পশুকে জবেহ করার আগে মানুষের মনের পশুত্বকে দূর করতে হবে । তবেই সার্থক হবে ঈদ-উল-আযহার ত্যাগ ও কুরবানী। শেষে অসমবাসী অসহায়তার জন্য ও কেরালার বানভাসী মানুষদের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করা হয়। কেরালার বন্যা বিধ্বংস্ত মানুষের জন্য সাহায্য করারও আবেদন করা হয়।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

ten − 4 =