বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বাংলার জনরব এর সাহিত্য ম্যাগাজিন : ‘কথায় কবিতায়’ আন্তর্জাতিক সাহিত্য অনুষ্ঠান আগামী কাল রবিবার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদদাতা বাংলার জনরব: আগামী কাল ২৫ জুলাই ‘বাংলার জনরব’ ফেসবুক পেজে এক আন্তর্জাতিক অনলাইন সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারতীয় সময় সন্ধ্যা ৭-৮টা এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি:- ৮.৩০মি: পর্যন্ত।

কবি শাহাদাৎ সরকার

Advertisement

‘কথায় কবিতায়’ এই অনুষ্ঠানে অংশ নেবেন‌ বাংলাদেশ, অসম এবং পশ্চিমবঙ্গের আমন্ত্রিত কবিরা। প্রাপ্ত সংবাদে প্রকাশ আমন্ত্রিতদের মধ্যে অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশ রাজশাহী থেকে বিশিষ্ট কবি ও ‘নতুন এক মাত্রা’ সাহিত্য পত্রিকার সহ-সম্পাদক শাহাদাৎ সরকার। কবি সাহিত্য সংগঠক ও কমেলা হক ডিগ্রি কলেজের প্রভাষক ( দর্শন) ফারহানা শারমিন জেনী।

কবি ফারহানা শারমিন জেনী

অসমের গুয়াহাটি থেকে কবি প্রাবন্ধিক উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচারিত লিটিল ম্যাগাজিন ‘ সংলাপ’ এর সম্পাদক তুষার কান্তি সাহা।

কবি তুষার কান্তি সাহা

প্রচারবিমুখ কবি দীপিকা বিশ্বাস, পশ্চিমবঙ্গ থেকে সাহিত্য-সংগীত অন্তপ্রাণ কবি তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড: মনীষা চক্রবর্তী ।

কবি দীপিকা বিশ্বাস

একাধিক কাব্যগ্রন্থ প্রণেতা ‘দ্বীপবাংলা’ ও ‘ দক্ষিণ চব্বিশ পরগনা’ সাহিত্য পত্রিকার সহ-সম্পাদক এবং ক্যালকাটা গার্লস কলেজের অধ্যাপিকা যূথিকা পান্ডে।

অধ্যাপিকা ড: মনীষা চক্রবর্তী

অনুষ্ঠান সঞ্চালনা করবেন বিশিষ্ট গল্পকার ও‌ ”বাংলার জনরব’ এর সাহিত্য সম্পাদক সেখ আব্দুল মান্নান।

কবি অধ্যাপিকা যূথিকা পান্ডে

উদ্যোক্তাদের পক্ষ থেকে উৎসাহী কবি সাহিত্যিকদের উক্ত অনুষ্ঠানে অংশ নিয়ে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার আহ্বান জানানো হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ