কলকাতা 

শীতলকুচি কান্ড : ফের জেরা করা হলো তৎকালীন কোচবিহারের এসপি দেবাশীষ ধরকে, তলব করা হলো ৬ সিআইএসএফ জওয়ানকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভোট চলাকালীন সময়ে শীতলকুচি জোরপাটকি গ্রামের বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় তৎকালীন কোচবিহারের পুলিশ সুপার দেবাশীষ ধরকে তৃতীয় বার জেরা করল সিআইডি। গতকাল শুক্রবার ভবানী ভবনে দেবাশীষ ধর ঠিক বেলা বারোটা নাগাদ সিআইডি দপ্তরে হাজির হন, টানা সাড়ে তিন ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগেও তাকে দুবার সিআইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। সেই সময় বেশ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তৎকালীন পুলিশ সুপার দেবাশীষ ধরকে। এমনকি তাঁর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছিল। তবে সূত্রের খবর সিআইডি অফিসার  মনে করছেন দেবাশীষ ধরের বক্তব্যের মধ্যে এখনও অসংগতি আছে।

এদিকে ওই সময় নির্বাচনের দিন কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর ৬ জনকে তলব করল সিআইডি। এই ছয় জওয়ান ঐদিন ওই বুথের দায়িত্বে ছিলেন। এর আগেও তাদেরকে কয়েকবার তলব করা হলেও তারা ভবানী ভবনে হাজিরা দেন নি। কোভিড ১৯ পরিস্থিতির কথা বলে তারা হাজিরা এড়িয়ে যান। তাই তাদেরকে ফের হাজিরার নোটিশ দেওয়া হয়েছে বলে সিআইডি সূত্রে জানা গেছে। এই নিয়ে চারবার সিআইএসএফ জওয়ানদের নোটিশ পাঠানো হলো বলে জানা গেছে।

Advertisement

সিআইডি সূত্রে জানা গিয়েছে, আগামী ২ এবং ৩ আগস্ট সিআইএসএফের দুই অফিসার ও ৪ কনস্টেবলকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে রাজ্যে তদন্তকারী সংস্থা সিআইডির তরফে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ভবনী ভবনে ডেকে পাঠিয়েছেন সিআইডির  গোয়েন্দারা। এর আগে তাঁদের ডেকে পাঠানো হলেও করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তাঁরা।

সিআইডির তরফে এই চিঠি পেয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তরফে জানানো হয়েছিল, ভিডিওগ্রাফির মাধ্যমে তাঁদের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। তবে ভবানী ভবন সূত্রের খবর, সিআইএসএফ-এর এই দাবিকে নস্যাৎ করে দেয় ভবানী ভবন। সাফ জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিস্ট জওয়ানদের ভবানী ভবনে উপস্থিত থাকতেই হবে । তাঁদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে উত্তপ্ত হয়েছিল শীতলকুচির জোরপাটকি বুথ। নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছিলেন চারজন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ