কলকাতা 

মমতার রাজনৈতিক কৌশলের কাছে ফের হার মানতে চলেছেন মোদিজি! তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন আইএএস জহর সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: প্রাক্তন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী ছেড়ে যাওয়া আসোনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন প্রসার ভারতী সিইও জহর সরকারকে। আগামী 9 আগস্ট এই শুন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক মহলের দাবি ছিল যশবন্ত সিনহা কিংবা মুকুল রায় কে রাজ্যসভার এই আসনটিতে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস। কিন্তু বরাবরের মতই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশল বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে এবারও তাই ঘটল। নরেন্দ্র মোদির প্রবল সমালোচক প্রাক্তন জহর সরকারকে রাজ্যসভার প্রার্থী হিসেবে বেছে নিল তৃণমূল কংগ্রেস। জহর সরকারের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ এই মুহূর্তে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যে শক্তি রয়েছে তাতে করে এই আসনটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যেতে পারে।

Advertisement

কবে তবে যদি বিজেপি এই আসনে প্রার্থী দেয় তাহলে ভোটাভুটি হবে সেই ভোটাভুটি হলেও জহর সরকারের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।

২০২১ বিধানসভা নির্বাচনের আগে আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন দীনেশ ত্রিবেদী। নৈতিকতার খাতিরে রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা দেন তিনি। তাঁর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন আগামী ৯ আগস্ট। ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন ।

৬৯ বছর বয়সি এই বাঙালি IAS প্রায় ৪২ বছর কোনও না কোনও সরকারি পদের সঙ্গে যুক্ত। সবচেয়ে বেশিদিন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সচিব থাকার নজির রয়েছে তাঁর নামের পাশে। যখন যে বিভাগের দায়িত্ব পেয়েছেন, সুনামের সঙ্গে সেই বিভাগে কাজ করেছেন। ২০১৬ সাল পর্যন্ত তিনি ছিলেন প্রসার ভারতীর CEO। মোদি সরকারের কাজকর্মের সঙ্গে মানিয়ে নিতে না পেরেই পদত্যাগ করেন তিনি। এখনও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত সমালোচকদের মধ্যে একজন।

নরেন্দ্র মোদির তীব্র সমালোচক জহর সরকারের মতো একজন প্রাক্তন আমলা এবং উচ্চ শিক্ষিত ব্যক্তিকে রাজ্যসভায় পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে শবক শেখাতে চাইছেন। তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের কাজকর্ম যেমন খুব ভাল করে জানেন একইরকমভাবে কেন্দ্রীয় সরকারের নানা দুর্বল তার জানা আছে ফলে রাজ্যসভায় দাঁড়িয়ে জহর সরকার যখন কথা বলবেন তখন অনেকটাই অসহায় দেখাবে মোদি সরকারের মন্ত্রীদের। সেই লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জহর সরকার কে রাজ্যসভায় পাঠাচ্ছেন বলে রাজনৈতিক মহল মনে করছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ