কলকাতা 

আমানতের স্বাস্থ্য বিষয়ক ভার্চুয়াল সভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি: আমানত ফাউন্ডেশন ট্রাস্ট ১৯ সে জুলাই ৩ ঘটিকায় ৬টি জেলার (পুরুলিয়া, দ: দিনাজপুর, মালদা, দ:২৪ পরগনা, মুর্শিদাবাদ ও কোলকাতা) বিশিষ্ট প্রভাবশালী ব্যাক্তিত্ব তথা আলেমেদ্বীন, ইমাম , শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পঞ্চায়েত প্রধানদের নিয়ে এই ভার্চুয়াল মিটিং এর আয়োজন করা হয় । এছাড়াও এই মিটিংএ ৬টি জেলার আমানতের কর্মীরাও উপস্থিত ছিলেন।

ভার্চুয়াল মাধ্যমে এই সভায় অতিথি হিসাবে অংশগ্রহণ করেন ইউনিসেফ-এর অ্যাডভোকেসী বিশেষজ্ঞ শ্রীমতি সুচরিতা বর্ধন, স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: সুরেশ ঠাকুর ও কমিউনিকেশন বিশেষজ্ঞ শ্রীমতি বিনাকুমারি সিংহ। আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুহাম্মদ শাহআলম এবং সাধারণ সম্পাদক জনাব জালাল উদ্দিন আহমেদ প্রারম্ভিক ভাষণে করোনা থেকে সকলে কিভাবে বাঁচতে পারবে সেবিষয়ে আলোকপাত করেন। ইউনিসেফের বিশেষজ্ঞ সুচরিতা বর্ধন বলেন- আমানত যেভাবে সর্বস্তরের প্রতিনিধি নিয়ে কাজ করছে তাতে আমারা খুবই আশাবাদী। বীণাকুমারী সিংহ বলেন- ‘আমানত ফাউন্ডেশন পোলিও দূরীকরণে যেভাবে কাজ করেছে সেইরকমভাবেই এবারেও কাজ করতে হবে। সোশাল মোবিলাইজেশান ও ধর্মীয় নেতাদের জনসংযোগ করতে হবে’ ।

Advertisement

ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার স্বাস্থ্য বিশেষজ্ঞ ডঃ সুরেশ ঠাকুর – ‘তিনি একটি প্রেজেন্টেশনের মাধ্যমে সকলকে করোনা তৃতীয় ঢেউ থেকে আমরা কিভাবে বাঁচব সেই পথ তিনি দেখিয়েছেন। এছাড়া তিনি দেখিয়েছেন একটি শিশুকে আমরা কিভাবে বড়রা এই রোগ থেকে বাঁচিয়ে রাখবো , তিনি আরও বললেন যে করোনার টিকা যে প্বার্শপ্রতিক্রিয়ার ( এইএফআই) বিষয়টি তিনি বিস্তারিত ভাবে বললেন এছাড়াও অনেকের মনে যে প্রশ্নগুলো ছিল , ভুল ধারণা ছিল তিনিও পরিষ্কারভাবে সকলের প্রশ্নের উত্তর দিলেন’ ৷

এই প্রজক্টের কো-অডিনের্টর মুহাম্মদ শোয়েব এবং সহকারি প্রজেক্ট কো-অর্ডিনেটর দেবরঞ্জন লাই প্রকল্পের সভাটিকে পরিচালনায় সহযোগিতা করেন ৷ জনাব মুহাম্মদ শাহ আলম সাহেব ধন্যবাদ জানানোর মাধ্যমে এই কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ