কলকাতা 

বিতর্কিত মন্তব্যের জেরে শোকজ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ! মহুয়া দাসের বিদায় শুধু সময়ের অপেক্ষা ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বর্তমান সভাপতি মহুয়া দাস কে শোকজ করল শিক্ষা দপ্তর। বিকাশ ভবন সূত্রে খবর গতকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে গিয়ে সর্বোচ্চ নম্বর প্রাপকের নাম ঘোষণা করতে গিয়ে তাকে মুসলিম মেয়ে বা মুসলিম লেডি বলে সম্বোধন করেন মহুয়া দাস। অধ্যাপিকা মহুয়া দাসের মুখে এই ধরনের কথা শোভনীয় নয় বলে বাংলা জুড়ে প্রতিবাদ উঠতে থাকে। বাঙালি মুসলিম পরিবারের সন্তান রুমানা সুলতানের নাম উচ্চারণ করতে কেন তিনি চাইছিলেন না তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয় সাধারণ নাগরিকরা।

বাংলার জনরব আজ সকালে এক প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে বলেছিল মহুয়া দাস রুমানা সুলতানের নাম উচ্চারণ না করে তাকে মুসলিম মেয়ে বলে সম্মোধন করে আসলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন। এই পরিপেক্ষিতে বাংলার জনরব দাবি করেছিল অবিলম্বে মহুয়া দাসকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। বাংলার জনরবের এই সংবাদ প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মহুয়া দাসকে শোকজ করা হয়েছে।

Advertisement

শিক্ষা দপ্তর তার কাছ থেকে জানতে চেয়েছে কেন তিনি উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাওয়া রুমানার ধর্ম উল্লেখ করেছেন ? এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন।  সূত্রের খবর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে পদত্যাগ করতে বলা হতে পারে। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে সরিয়ে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া  হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে এই ঘটনা প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে বলেছেন, “উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়া ছাত্রীটির ধর্ম নিয়ে যেভাবে বলা হয়েছে, তা পাপ ও অন্যায়। ও ভাল ফল করেছে নিজের মেধা দিয়ে। ধর্মের ভিত্তিতে নয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি যা বলেছেন, তাতে ভারতের সংবিধানকে অবমাননা করা হয়েছে। আমি তা সমর্থন করি না। অত্যন্ত অন্যায় হয়েছে। মেধা দিয়ে সবকিছুর পথ অতিক্রম করা যায়। ধর্ম দিয়ে যায় না। রুমানা নিজের মেধা দিয়ে সবার সেরা হয়েছে।”

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ