কলকাতা 

কন্যাশ্রী প্রকল্পের রাজ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার রুমানা সুলতানাকে করে, সমগ্র বাঙালি সমাজকেই সম্মানিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় , এখানেই তিনি অনন্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: উচ্চ মাধ্যমিকে প্রথম রুমানা সুলতানা কে রাজ্য সরকার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করলো । তাকে রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এর মর্যাদা দেয়া হয়েছে। আজ শুক্রবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে রুমানা সুলতানাকে সংবর্ধনা দেয়া হয় । সেই সংবর্ধনা অনুষ্ঠানে একথা ঘোষণা করা হয়েছে।

মুর্শিদাবাদের কান্দির রুমানা সুলতানা ২০১৯ এর মাধ্যমিক পরীক্ষাতে পঞ্চম স্থান দখল করেছিল এবার উচ্চমাধ্যমিকের ৪৯৯ নাম্বার পেয়ে প্রথম স্থান পেয়েছে।

Advertisement

তার এই সাফল্যে বহরমপুরে কালেক্টরি কনফারেন্স হলে রুমানাকে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানেই জেলাশাসক তাকে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডার  বলে ঘোষণা করেন।

মুর্শিদাবাদের কান্দি পুরএলাকার ১১ নম্বর ওয়ার্ডের হোটেল পাড়ার বাসিন্দা রুমানা সুলতানা। কান্দি মণীন্দ্রচন্দ্র গার্লস স্কুলের ছাত্রী সে। শিক্ষক পরিবারের সন্তান রুমানা। বাবা রবিউল আলম ভরতপুর থানার অচলা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক। মা সুলতানা পারভীন ভরতপুরের গয়সাবাদ অচলা বিদ্যামন্দিরে শিক্ষিকা। শুধু তাই নয় রুমানার মাতামহ একজন নামকরা সরকারি আধিকারিক ছিলেন।  বাঙালি মুসলিম সমাজের শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের সন্তান রুমানা।ফলে বাড়িতে পড়াশোনার পরিবেশ রয়েছে। বাবা-মায়ের সাহায্য নিয়ে পড়াশোনা করে রুমানা। মাধ্যমিকে পঞ্চম হয়েছিল।

আর করোনা কালে উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছে সে। তার সাফল্যে খুশি পরিচিতরা। গর্বিত মুর্শিদাবাদের বাসিন্দারাও। শুক্রবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে সম্বর্ধনা দেওয়া হয় তাকে।

জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী বলেন, “মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করেছে রুমানা। সে কন্যাশ্রী । একজন যোদ্ধা ছাত্রী। তাই তাকে কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হবে।” জেলাশাসকের আশা জেলার অন্যান্য ছাত্রীকে উৎসাহিত করবে রুমানা। তাঁর এই ঘোষণায় অত্যন্ত খুশি বরাবরের মেধাবী ছাত্রী।

স্বাধীনত্তোর বাংলায় এই প্রথম কোন মুসলিম ছাত্রী উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান দখল করলো। বিশেষ করে এই রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর সংখ্যালঘু পরিবারের কোন সন্তান উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ার কৃতিত্ব অর্জন করলেন রুমানা সুলতানা। এককথায় রুমানা ইতিহাস তৈরি করেছেন। সেই ইতিহাসের সাফল্যকে ধরে রাখার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যে কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডার করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তে রাজ্যের প্রত্যেকটি ছাত্রীকে যেমন সম্মান দেয়া হয়েছে একইসঙ্গে পিছিয়ে পড়া বাঙালি মুসলিম সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃতি দিলেন আগামীদিনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই অনন্যা।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ