দেশ 

পেগাসাস কাণ্ডে এবার সংসদের বাইরে ধর্নায় বসলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, যোগ দিলেন অন্য বিরোধী দলের সাংসদরা, বেকায়দায় মোদি সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ইসরাইলি স্পাইওয়্যার পেগাসাস কে কেন্দ্র করে মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীরা ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেছে। গতকাল তৃণমূল সাংসদ শান্তনু সেন ইনফরমেশন টেকনোলজি মন্ত্রী মন্ত্রীর হাত থেকে বিবৃতির করে ফেলেছিলেন তার পরিপ্রেক্ষিতে শান্তনু সেন কে রাজ্যসভার অধিবেশনে থেকে বহিষ্কার করা হয়েছে। এর পরেই আজ শুক্রবার সকাল থেকেই সরব হয়েছে বিরোধীরা। পেগাসাস কিছুতে ইস্যুতে সামনের সারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে লড়াই করতে শুরু করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

আজ শুক্রবার সংসদের বাইরে গান্ধী মূর্তির সামনে ধরনায় বসে রাহুল গান্ধী তার সঙ্গে ছিলেন অধীর চৌধুরী সহ কংগ্রেসের সব সাংসদ। এর পরেই এই সভাতে যোগ দেন এই ধর্নায় যোগ দেন শিবসেনার সাংসদ এবং ডি এম কে র সাংসদরা। সেখানে রাহুল গান্ধী বলেন পেগাসাস স্পাইওয়্যার এর মাধ্যমে স্টাইল সরকার সেদেশের জঙ্গিদের উপর নজরদারি চালাই জঙ্গিদের উপর চালানো সফটওয়্যার কেন বিরোধী দলের নেতাদের ওপর চালানো হয়েছে তার জবাব দিতে হবে মোদি সরকার কে। রাহুল গান্ধী এদিন এই ইস্যুতে অমিত স্যার পদত্যাগ দাবি করেছেন একইসঙ্গে মোদি সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই জারি রাখার শপথ নিয়েছেন।

Advertisement

উল্লেখ্য বিকাশ সফটওয়্যার এর মাধ্যমে এ দেশের একাধিক বিরোধীদলের নেতা বিচারপতি থেকে শুরু করে আমলাদের উপর নজরদারি চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে সম্প্রতি আরেকটি তথ্য এসে হাজির হয়েছে তাহলো অনিল আম্বানির উপর নজরদারি এবং সিবিআই প্রধান অলোক ভার্মা উপর নজরদারি চালানো হয়েছে এই ইস্যুতে সংসদ এবং সংসদের বাইরে কংগ্রেসের নেতৃত্বে আন্দোলন জারি হয়েছে। আগামী সোমবার 26 শে জুলাই দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের পরেই দিল্লিতে বিরোধী জোট তৈরি হতে পারে বলে রাজনৈতিক মহলের খবর। এই জোটই আগামী লোকসভা নির্বাচনে মোদির বিরুদ্ধে প্রচারে নামতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

একদিকে অতিরিক্তভাবে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়ার বেকার সমস্যা বৃদ্ধি পাওয়া অন্যদিকে পেগাসাস কি সৌদি সরকারকে অনেকটাই কোণঠাসা করে তুলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে এই অবস্থায় কংগ্রেস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলেও বিশেষজ্ঞরা মনে করছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ