কলকাতা 

পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, হাই মাদ্রাসায় পাশ করেছে সবাই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরী : আজ শুক্রবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার ফলাফল। এই পরীক্ষায় সবাই পাস করেছে কোন ফল অসম্পূর্ণ নেই বলে মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ বেলা বারোটা নাগাদ আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশিত হয় তবে ছাত্রছাত্রীরা বেলা একটার পর থেকে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবে। এছাড়াও আজ বিভিন্ন মাদ্রাসা থেকে মার্কশিট দেয়া হবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদার সংখ্যালঘু ভবন থেকে মাদ্রাসা বোর্ডের আঞ্চলিক শাখা আছে সেখান থেকে মার্কশিট দেয়া হবে। রাজ্যের অন্যান্য প্রান্তে মাদ্রাসা বোর্ডের নির্দিষ্ট মাদ্রাসাগুলিতে সেন্টার খোলা হয়েছে তা আগেই জানানো হয়েছে। সম্প্রতি মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সেই পরীক্ষাতেও সবাই পাস করেছে মাদ্রাসা বোর্ডের পরীক্ষাতেও সবাই পাস করায় অভিভাবকদের মধ্যে সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।

Advertisement

উল্লেখ্য মহামারীর ছেড়ে জেরে জেরে এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা বোর্ডের কোন পরীক্ষা হয়নি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে সেই মূল্যায়নে মাধ্যমিকে এবার পাশ করেছে সবাই মাদ্রাসা বোর্ডের সব পরীক্ষাতেই আলিম ফাজিল মাদ্রাসা পরীক্ষায় পাশ করেছে অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার 97 দশমিক 69 শতাংশ পাস করেছে বলে জানা গেছে।

মাদ্রাসা বোর্ড সূত্রে খবর, দুপুর ১টার পর থেকে ছাত্রছাত্রীরা নিজের প্রতিষ্ঠান থেকে মার্কশিট, সার্টিফিকেট পাবে। এছাড়া যেসব ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে, তা হল –

www.wbbme.org

www.wbresults.nic.in

www.exametc.com

এছাড়া এসএমএস করেও জানা যাবে ফলাফল। WBBME লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে 56070-তে পাঠালে ফলাফল জানতে পারবে পডুয়ারা।

চলতি বছর হাই মাদ্রাসার পরীক্ষার্থী ছিল ৫৬ হাজার ৫০৭ জন। ছাত্র ও ছাত্রী সকলেই পাশ করেছে। গত বছর এই হার ছিল ৮৬.১৫ শতাংশ। পাল্লা দিয়ে আলিম ও ফাজিলেও পাশের হার বেড়েছে। ২০২০ সালে আলিমে ৮৮ শতাংশ এবং ফাজিলে ৮৯ শতাংশের বেশি ছিল পাশের হার। ২০২১এ প্রতিটি পরীক্ষাতেই সম্পূর্ণ ১০০ শতাংশ পাশ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ