জেলা 

কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমির মাধ্যমিকে নজরকাড়া সাফল্য 

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি :  উত্তর 24 পরগনা জেলার কাটিয়াহাট আল হেরা একাডেমি এবারের মাধ্যমিকে নজরকাড়া সাফল্য পেয়েছে। মিশনের সহকারী প্রধান শিক্ষক কুতুবউদ্দি ন সরদার বলেন, পরীক্ষার্থীরা এ বছর মাধ্যমিক পরীক্ষায় দারুন ফলাফল করেছে। আমাদের মিশন থেকে এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল মোট ৯ জন। তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং হেড়োভাঙা গ্রামের গোলাম মোল্লার সন্তান জাহাঙ্গীর মোল্লা। সে ৯০ শতাংশ নম্বর পেয়ে শিক্ষক-শিক্ষিকাদের মুখে হাসি ফুটিয়েছে।

মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক, হাজী আকবর আলি সাহেব বলেন, ন’জনের মধ্যে ন’জনই সুনামের সাথে সাফল্য অর্জন করেছে। একজন ৯০ শতাংশ বাকি সব ৮০ শতাংশের উপরে নম্বর পেয়েছে। আমরা দোয়া করি, ভবিষ্যতে আরো ভালো ফল করে দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ।

Advertisement

সিরাতের রাজ্য সম্পাদক ও মিশনের ডাইরেক্টর আবু সিদ্দিক খান সকল কৃতী ছাত্রদের শুভেচ্ছা জানিয়ে বলেন, জাহাঙ্গীর মোল্লার পাশাপাশি তৌফিক ওমর এবং আলমগীর সরদারও যথেষ্ট উল্লেখযোগ্য রেজাল্ট করেছে। আমাদের ছাত্র ও শিক্ষক-শিক্ষিকারা যেভাবে পরিশ্রম করেছে এ ফল তাদের প্রাপ্য ছিল। এবছর আমাদের ছাত্রদের নজরকাড়া ফলাফলের জন্য মিশন কতৃপক্ষ দারুন ভাবে খুশি।

চেয়াম্যান মাসউদুর রহমান বলেন, আমরা আশাবাদী আমাদের ছাত্ররা, উচ্চমাধ্যমিকে এর থেকে বেশি নম্বর পেয়ে নজির সৃষ্টি করবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ