কলকাতা 

সারদা কাণ্ডে রাজীব কুমার-সহ চার আইপিএসকে তলব করল সিবিআই

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : সারদা কাণ্ডে ৪ আইপিএসকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ডিজিকে ইমেল পাঠিয়েছে সিবিআই। সূত্রের খবর অনুযায়ী, দিন দুয়েক আগে এই চিঠি পাঠানো হয়েছিল। যদিও এখনও পর্যন্ত তার কোনও উত্তর পাওয়া যায়নি। ২১ থেকে ২৪ আগস্টের মধ্যে ওই চার আইপিএস-দের হাজিরার কথা থাকলেও, কেউ এখনও সিজিও কমপ্লেক্স- এ হাজিরা দেননি।সারদা কাণ্ডের তদন্তে ২০১৩-র ২৬ এপ্রিল সিট গঠন করতে চেয়ে গেজেট নোটিফিকেশন জারি করেছিল রাজ্য সরকার। তাতে ১২ জন আইপিএস-এর নাম ছিল।

যার প্রথম চারজন ছিলেন, সিট-এর দায়িত্বে থাকা বর্তমানে কলকাতার কমিশনার রাজীব কুমার, বর্তমানে অতিরিক্ত কমিশনার বিনীত গোয়েল, বর্তমানে রেলের আইজির দায়িত্বে থাকা তমাল বসু এবং বর্তমানে অবসরপ্রাপ্ত পল্লবকান্তি ঘোষ। ২০১৪-তে পল্লবকান্তি ঘোষ ছিলেন জয়েন্ট সিপি ক্রাইম।সিবিআই সূত্রে খবর, রাজ্যের ডিজি এখনও পর্যন্ত এই ইমেলের কোনও উত্তর দেননি ।

Advertisement

সূত্রের খবর, ২৪ আগস্ট অর্থাৎ আগামী শুক্রবারের মধ্যেই এঁদের জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। যার মধ্যে ২১ তারিখে রাজীব কুমারকে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল বলে সূত্রের খবর। ২২ আগস্ট বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সূত্রের খবর অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় সিট-এর আধিকারিকরা লাল ডায়েরি বাজেয়াপ্ত করেছিল বলে জানিয়েছিলেন  অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়।সিবিআই সূত্রের খবর, বেশ কিছু মিসিং লিঙ্কের সন্ধান করছেন তারা। যা না হলে সারদা কাণ্ডের তদন্ত সম্পূর্ণ করা যাচ্ছে না।এ নিয়েই সিবিআই-এর তরফে সুপ্রিম কোর্টে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ করা হয়েছিল।
সেই তদন্তের অগ্রগতির স্বার্থে  এই চার আইপিএস-কে জিজ্ঞাসাবাদ জরুরি বলে সিবিআই মনে করছে । তবে  যদি এই আইপিএস-রা হাজিরা না দেন তাহলে ২৪ আগস্টের পরে তাদের পরবর্তী পদক্ষেপ  সম্পর্কে চিন্তাভাবনা করা হবে বলে, সিবিআই সূত্রে খবর। ২০১৩-এর এপ্রিলে প্রকাশ্যে আসে সারদা দুর্নীতি। কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি ঘিরে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে। কাশ্মীর থেকে গ্রেফতার হন সারদা গ্রূপের কর্ণধার সুদীপ্ত চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায় ও অরবিন্দ সিং চহ্বান। শাসকদলেরও বহু নেতার নাম জড়ায় এই দুর্নীতি। সিবিআই তদন্তের দাবিতে সুর চড়ান বিরোধীরা। শেষে ২০১৪-র মে মাসে সারদা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 4 =