কলকাতা 

কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে কী আগামী সপ্তাহে শুভেন্দুকে সরিয়ে দেবে শাসক দল ? কীভাবে জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীকে সরাতে বদ্ধ পরিকর শাসক দল । ইতিমধ্যে এই ব্যাঙ্কের ১৪ জন ডিরেক্টরের মধ্যে ভোটাধিকার রয়েছে ১২ জনের এদের মধ্যে ৯ জন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে । এই অনাস্থা প্রস্তাব নিয়ে জরুরি সভা ডাকার জন্য সচিবকে অনুরোধ করেছিলেন ডিরেক্টররা । কিন্ত সেই অনুরোধ প্রত্যাখান করে সচিব । সম্প্রতি কাঁথি সমবায় ব্যাঙ্কের সচিব জানিয়ে দিয়েছেন, যে কারণে জরুরি সভা ডাকার দাবি তোলা হয়েছে, তা নিয়ে সব ডিরেক্টর একমত নন। তাই এখনই জরুরি সভা ডাকা হবে না।

সচিবের এই অবস্থানের পরেই এবার সমবায় আইনের আর একটি ধারাকে সামনে এনে শুভেন্দুকে সরানোর প্লান তৈরি করে ফেলেছে ডিরেক্টররা ।

Advertisement

বৃহস্পতিবার তাঁদের একজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘বিরোধী দলনেতা নিজস্ব প্রভাব কাজে লাগিয়ে কাঁথি সমবায় ব্যাঙ্কে জরুরি সভা ডাকার উদ্যোগ ভেস্তে দিয়েছেন। আমরা জানি কী ভাবে তিনি ওই কাজ করেছেন। কিন্তু ভোটাভুটি হলে ওঁর হার নিশ্চিত।’’ ওই প্রবীণ নেতা আরও বলেন, ‘‘দেশের সমবায় আইনেই বলা রয়েছে যে, যদি কোনও পরিস্থিতিতে সমবায়ের সচিব জরুরি সভা ডাকতে টালবাহানা করেন, তা হলে ডিরেক্টররাই নিজেদের ক্ষমতা প্রয়োগ করে সেই জরুরি সভা ডাকতে পারেন।’’ এক্ষেত্রে আগামী সপ্তাহেই সেই সভা ডাকা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ওই তৃণমূল নেতা।

আগামী সপ্তাহে যদি ডিরেক্টরা সভা ডাকতে পারেন তাহলে শুভেন্দুকে চেয়ারম্যান ছাড়তেই হবে । কারণ শাসক দল সরাসরি শুভেন্দুকে ওই পদ থেকে সরাতে মরিয়া হয়ে পড়েছে । এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কোন দিকে জল গড়ায় ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ